আসতে চলেছে কল্কি ২৮৯৮ এডি। বহুদিন ধরেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার অন্ত নেই। অবশেষে এই মাসেই মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগে প্রকাশ্যে এল প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবির ট্রেলার। সেখানেই ব্রহ্মাস্ত্র এবং জওয়ান ছবির পর আবারও মায়ের চরিত্রে দেখা গেল দীপিকা পাড়ুকোন। সেটা দেখে কে কী বলছেন?
কল্কি ২৮৯৮ এডি ছবিতে ফের মা হয়ে আসছেন দীপিকা
নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এখানে কল্কির মায়ের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। অর্থাৎ হিন্দু দেব বিষ্ণুর দশম অবতার দীপিকার গর্ভে বেড়ে উঠছে বলেই দেখানো হয়েছে এই ছবির ট্রেলারে। তবে এটাই প্রথম ছবি নয় যেখানে দীপিকাকে মা হিসেবে দেখা যাচ্ছে।
এর আগে গত বছর মুক্তি পাওয়া জওয়ান ছবিতে শাহরুখের দ্বৈত চরিত্রের একটি চরিত্রের স্ত্রী এবং আরেকটি চরিত্রের মা হিসেবে দেখানো হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। সেখানেও তাঁর চরিত্রটি একজন শক্তিশালী মায়ের চরিত্র ছিল। এছাড়া অন্যদিকে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান ছবিতেও দীপিকা পাড়ুকোনকে রনবীর কাপুরের অনস্ক্রিন মায়ের চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। এছাড়া বাজিরাও মস্তানি ছবিতেও তাঁকেও শেষ ভাগে একজন শক্তিশালী নারীর পাশাপাশি মায়ের চরিত্রে দেখানো হয়েছিল। তবে এবার মজার কথা এই যে, পর্দার পাশাপাশি বাস্তবেও এবার দীপিকা মা হতে চলেছেন। তাঁর এবং রণবীর সিংয়ের প্রথম সন্তান শীঘ্রই ভূমিষ্ট হতে চলেছে। এমন অবস্থায় কল্কি ২৮৯৮ এডি ছবিতে দীপিকাকে মায়ের চরিত্রে দেখে কে কী বলছেন?
কে কী বলছেন এই ট্রেলার দেখে?
এক ব্যক্তি এদিন কল্কি ২৮৯৮ এডির ট্রেলার দেখে লেখেন, 'দীপিকা পাড়ুকোন নিজের একটা জ্যর তৈরি করছেন একজন গুরুত্বপূর্ণ সন্তানের মা হিসেবে পর্দায় বারবার ধরা দিয়ে। বাজিরাও মস্তানি থেকে শুরু করে ব্রহ্মাস্ত্র, জওয়ান এবং এখন কল্কি ২৮৯৮ এডি। আর এখন তো নিজেই বাস্তবে মা হতে চলেছেন।' আরেকজন লেখেন, 'মা হওয়ার আগেই দারুণ ভাবে মাতৃত্ব পালন করছেন দীপিকা পাড়ুকোন।'
আরও পড়ুন: বুদ্ধি-যুক্তি-তক্কো বাদ, জ্বালাপোড়া গরমে ফুরফুরে বাতাস বয়ে আনল জিৎ-রুক্মিণীর ‘বুমেরাং’
আগামী ২৭ জুন মুক্তি পাচ্ছে কল্কি ২৮৯৮ এডি। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চনকে। অন্যদিকে সেপ্টেম্বর মাসেই ভূমিষ্ট হবে দীপিকা এবং রণবীর সিংয়ের প্রথম সন্তান।