না এবার এর উড়ন্ত সিঁদুর নয়, বা নিজে গিয়ে সিঁদুর পরে নেওয়াও নয়, বরং অন্য কিছুর সাক্ষী থাকল গোটা বাংলা। মন দিতে চাই ধারাবাহিকে 'ভুল করে' গাঁটছড়ায় বাঁধা পড়লেন সোমরাজ এবং তিতির! এমনই প্রোমো প্রকাশ্যে এসেছে।
জি বাংলার তরফে মন দিতে চাই ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে যে সোমরাজ এবং তিতিরের ভুল করে গাঁটছড়া বাঁধা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তাঁরা সাতপাকও ঘুরে ফেলেন! সাতপাক ঘোরার পর সোমরাজের মা সেই বিয়ে থামান!
এতদিন বাংলার দর্শকরা নানা ধরনের বিয়ের সাক্ষী থেকেছেন, আর এটা একেবারে ব্র্যান্ড নিউ টাইপ অব বিয়ে যাকে বলে। আর নতুন কিছু মানেই ভাইরাল। প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে, মজা মশকরা।
চ্যানেলের তরফে এই প্রোমো ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, 'ভুল করে বাঁধা গাঁটছড়ায় কি বাঁধা পড়বে সোমরাজ এবং তিতিরের ভাগ্য?' এই পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে মন দিতে চাই, ট্রেন্ডিং অন জি, ইত্যাদি।
দর্শকরা অনেকেই কমেন্ট করেছেন এই পোস্টে। এক ব্যক্তি লেখেন, 'এই না হলে বাংলা সিরিয়াল, গাঁজা গাঁজা।' আরেক দর্শক লেখেন, 'লোকের একটা বিয়ে হচ্ছে না, এর দু- তিনটে না হলে বিয়ে করবে না।' আরেক ব্যক্তির মতে, 'এগুলো না হলে কি সিরিয়াল হয়? এগুলোই তো চাই।'
প্রোমো ভিডিয়োতে দেখা যায় নায়ক সোমরাজের মা বিয়ে থামিয়ে গাঁটছড়া খুলতে উদ্ধত হন। নায়িকা তিতিরও সেই একই চেষ্টা করছেন। কিন্তু নায়কের মা তা শুনবেন কেন? তাঁর মতে নায়িকা ইচ্ছে করে তাঁদের বাড়ির বউ হতে চান। এই নিয়ে তিনি তিতিরকে বেশ কথাও শোনান। কিন্তু বাধ সাধেন নায়ক নিজে। তিনি স্পষ্ট করে জানান এখানে নায়িকার বিন্দুমাত্র দোষ নেই। এরপর? সেটা জানতে গেলে তো ধারাবাহিকটাই দেখতে হবে।
জি বাংলায় প্রতি সোমবার থেকে শুক্রবার এই ধারাবাহিক, মন দিতে চাই রাত ১০.৩০ থেকে দেখা যায়। মুখ্য ভূমিকায় আছেন ঋত্বিক এবং অরুণিমা।