সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় সৃজলা গুহ। তাঁর প্রথম ধারাবাহিক ‘মন ফাগুন’ শেষ হয়ে গেলেও জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। সম্প্রতি ডান্স ডান্স জুনিয়রের মঞ্চেও হাজির ছিলেন। এমনকী, সেখানে করা তাঁর বেলি ডান্সও আগুনের মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে। বলিউডের ডান্সিং কুইন নোরা ফতেহির সঙ্গেও অনেকেই তুলনা টানছেন তাঁর অনেকে। এতে অবশ্য একটু অসন্তুষ্টই হয়েছেন নায়িকা।
সত্যি কি নোরাকে নকল করেন সৃজলা। অভিনেত্রী এক বাংলা সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে জবাব দেন, ‘নাচের প্রতি আমার ভালোবাসা সেই ছোটবেলার। নিন্দকরা আমার অনুষ্ঠান দেখে বলেন আমি নাকি নোরা ফতেহিকে নকল করি। নোরা বিখ্যাত হওয়ার আগে থেকেই আমি নাচ করি। সবার ধারণা সঠিক নয়।
অভিনয়ের পাশাপাশি সৃজলার নাচও থাকে চর্চা। এবারের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে তাঁর আর শনের সেনসুয়াস ডান্স নিয়ে তখনও বিতর্ক হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন সেই না নাকি পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। তবে সৃজলার ভক্তরা যদিও এমনটা কখনোোই মনে করেন না!
অভিনেত্রীর পাশাপাশি সৃজলা এখন লেখিকাও। ধারাবাহিকের নায়িকা সৃজলা যে পর্দার মতো বাস্তবেও রোম্যান্টক তা প্রমাণ করেছে তাঁর লেখা প্রেমের কবিতার বই। যা অক্সফোর্ড থেকে মুক্তি পেয়েছে, নাম ‘ফরেভার জানুয়ারি’।
প্রসঙ্গত, চলতি বছরেই বিচ্ছেদ হয়েছে সৃজলার। ধারাবাহিকে কাজ শুরু করার আগে থেকেই তিনি সম্পর্কে ছিলেন ছোট পরদার জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টচার্যর সঙ্গে। মে মাসের শুরুর দিকে খবর আসে পথ আলাদা হয়েছে দুজনের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর দিয়েছিলেন দুই তারকাই। যদিও সম্প্রতি ডান্স ডান্স জুনিয়রের সেটে দুজনেই হয়েছিলেন মুখোমুখি। পুরোটাই কি পেশার তাগিদে, নাকি আবার জোড়া লেগেছে ভাঙা প্রেম তা এখনও স্পষ্ট নয়।