মঙ্গলবার রাতে কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের। প্রায় এক ঘণ্টা মঞ্চে পারফর্ম করেন মোনালি। পারফরম্যান্সের ফাঁকে তিনি জানিয়েছিলেন, আজ তাঁর শরীর ভালো নেই, গলা ভাঙা। তবে দর্শকদের উৎসাহ আর ভালোবাসাতেই তাঁর মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়া। আরও পড়ুন-পাশে নেই যিশু! ছোট মেয়ে জারার পড়াশোনার জন্য মাসে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ নীলাঞ্জনার, অঙ্কটা জানেন?
কিন্তু শরীর সঙ্গ দেয়নি। ঘন্টাখানেকের মধ্যেই অসুস্থবোধ করায় গান থামান মোনালি। মাইকে ঘোষণাও করা হয়, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মোনালি গান গাইতে পারছেন না। এরপর খবর ছড়িয়ে পড়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে গায়িকাকে। সেই খবর আগেই উড়িয়েছিলেন মোনালির দিদি মেহুলি। বুধবারই তিনি জানান, বোন অসুস্থ ঠিকই তবে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়নি।
এই বিতর্ক নিয়ে এবার বিবৃতি দিলেন মোনালি স্বয়ং। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন খবর মিথ্যা বলেই জানিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা। তিনি বলেন, ভাইরাল সংক্রমণ থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় সম্প্রতি তিনি অসুস্থ বোধ করছেন। তবে হাসপাতালে ভর্তি হননি।
মোনালি ইনস্টাগ্রামস্টোরিতে তাদের স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট শেয়ার করে হাসপাতালে ভর্তির গুজব উড়িয়েছেন। তিনি লেখেন, ‘প্রিয় মিডিয়া এবং আমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলকে বলছি, আশা করি আপনারা ভালো আছেন। আমার স্বাস্থ্য সম্পর্কে কোনও যাচাইবিহীন খবর শেয়ার না করার অনুরোধ করার জন্য এটি লিখছি। আমি সত্যিই সমস্ত ভালবাসা এবং উদ্বেগের প্রশংসা করি, তবে আমি এটি পরিষ্কার করতে চাই যে আমি কোনও শ্বাসকষ্টের সমস্যা মোকাবেলা করছি না এবং আমাকে কোনও হাসপাতালে ভর্তি করা হয়নি। এটা মিথ্যা তথ্য’।
গায়িকা আরও প্রকাশ করেছিলেন যে ভাইরাল সংক্রমণের কারণে তিনি সুস্থবোধ করছেন না। মোনালি আরও বলেন, ‘ভাইরাল সংক্রমণ / ফ্লু থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় আমি সম্প্রতি অসুস্থ বোধ করছিলাম, পুনরায় অসুস্থতা মাথাচাড়া দেয় এবং কিছুটা গুরুতর সাইনাস এবং মাইগ্রেনের অস্বস্তিও সঙ্গে ছিল। এটুকুই আছে। আমি এখন মুম্বাইয়ে ফিরে এসেছি, চিকিৎসা নিচ্ছি, বিশ্রাম নিচ্ছি এবং সুস্থ হয়ে উঠছি। কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে’।
মোনালি সকলকে অনুরোধ করেছেন, এটাকে যেন 'এর চেয়ে বড়' না করা হয়। তিনি বলেন, ‘বিশেষ করে যখন ফোকাস করার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। যত্ন নিন এবং প্রচুর ভালবাসা’।
১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল দিনহাটায় অনুষ্ঠানের মাঝে গায়িকা মোনালি ঠাকুর শ্বাসকষ্ট অনুভব করায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর মিথ্যে নয়, কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গায়িকাকে। তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।