এসেছিলেন দিনহাটা উৎসবে পারফর্ম করতে। আর সেখানেই স্টেজে উঠে অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলেই জানা যায়, যদিও পরে গায়িকা জানান তিনি হাসপাতালে ভর্তি হননি। এখন কেমন আছেন এখন?
আরও পড়ুন: অনির্বাণকে আউট করলেন সৃজিত? সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তির আগে কী ঘটে গেল অভিনেতা-পরিচালকের মধ্যে?
কী ঘটেছে?
গত মঙ্গলবার অর্থাৎ ২১ জানুয়ারি দিনহাটা উৎসবে পারফর্ম করার কথা ছিল মোনালি ঠাকুরের। কিন্তু এদিন স্টেজে পারফর্ম করতে করতেই আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। জানা যায় তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। শারীরিক অবস্থা জটিল হতে গায়িকা স্টেজ ছাড়েন। শুধু তাই নয়, তড়িঘড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কোচবিহারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তবে আপাতত গায়িকার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। যদিও পরবর্তীতে গায়িকা জানান যে তিনি হাসপাতালে ভর্তি হননি।
প্রসঙ্গত এদিন মোনালি ঠাকুরের দিদি আজকালকে জানিয়েছেন বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ গায়িকা। তাঁর ঠান্ডা লেগেছে। কিন্তু শোয়ের চাপ থাকার কারণে সেনা বিশ্রাম পাননি। এমনকি গলাও ভেঙে গিয়েছে তাঁর। দিনহাটা যাওয়ার সময় বিমানেও শ্বাসকষ্ট হয় তাঁর। স্টেজে ওঠার পর বাড়াবাড়ি হতে আর শো তবে পারেননি। তাঁর দিদিও জানিয়েছেন মোনালি আপাতত স্থিতিশীল আছেন।
প্রসঙ্গত এদিন মোনালি ঠাকুর যতক্ষণ পারফর্ম করেন ততক্ষণ তিনি যে মঞ্চ মাতিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনহাটা উৎসবের আয়োজন করা হয় দিনহাটা সংস্কৃতি ময়দানে। সেখান থেকেই এদিন মোনালি ঠাকুরের পারফরমেন্সের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়। বাদ যায়নি অসুস্থ হয়ে তাঁর স্টেজ ছাড়ার মুহূর্তও।
আরও পড়ুন: 'কোনও ফর্মুলার মধ্যে যায় না', দেবকে নিয়ে হঠাৎ কেন এমন বললেন শাশ্বত?
প্রসঙ্গত দিনহাটা উৎসবে আসার কথা ঘোষণা করতে গিয়ে ট্রোলড হন গায়িকা। তিনি অনুষ্ঠানের কথা বলতে গিয়ে ইংরেজিতে বলেন, 'হ্যালো দিনহাটা, আমি মোনালি ঠাকুর। আমি ভীষণ উদগ্রীব এবং উৎসাহী দিনহাটা উৎসব ২০২৫ এ পারফর্ম করার জন্য। আগামী ২১ জানুয়ারি এই শো অনুষ্ঠিত হবে। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য তর সইছে না। খুব আনন্দ, মজা হবে। সবাই ভালো থাকবেন। অনেক ভালোবাসা নেবেন। শীঘ্রই দেখা হচ্ছে।' মোনালি তাঁর এই গোটা ভিডিয়োতেই বিদেশি উচ্চারণে ইংরেজিতে কথা বলেন। আর সেটা শুনেই তাঁকে কটাক্ষ করেছিলেন নেটিজেনরা।