নিজের সুরেলা কণ্ঠের জন্য হামেশাই আলোচনায় থাকেন মোনালি ঠাকুর। অনেক সময় পোশাক নিয়ে সমালোচনার মুখেও পড়েন বাঙালি গায়িকা। তবে এবার একদম ভিন্ন কারণে সংবাদ শিরোনামে মোনালি। বারাণসীর স্টেজ শো মাঝপথে ছেড়ে চলে গেলেন গায়িকা, সঙ্গে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু কেন হঠাৎ করে মঞ্চ ছাড়লেন সঙ্গীতশিল্পী?
বারাণসী শো থেকে বেরিয়ে গেলেন মোনালি
জানা গিয়েছে,অনুষ্ঠানে 'গণ্ডগোল' দেখে তিনি 'হতাশ'। আয়োজকদের ‘অকেজো, অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে একহাত নেন গায়িকা। কনসার্টে অব্যবস্থাপনার জেরেই বাধ্য হয়ে শো মাঝপথে ছেড়ে চলে যান মোনালি। তিনি বলেন, 'আমি হতাশ যে আমি এবং আমার টিম এখানে পারফর্ম করতে পেরে এত উত্তেজিত ছিলাম। মঞ্চে দাঁড়িয়ে মোনালি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে তুলোধনা করেন। সরাসরি বলেন, শুধু টাকা চুরি করার জন্য তারা এমন খরাপ আয়োজন করেছে।
তিনি আরও বলেন, ‘আমি বারবার বলেছি যে আমি এখানে আমার গোড়ালিতে চোট পেতে পারি। আমার নৃত্যশিল্পীরা আমাকে শান্ত থাকতে বলছে, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমরা চেষ্টা করছিলাম কারণ আমি আপনাদের সবার কাছে জবাবদিহি করতে বাধ্য, আর আপনারা আমার জন্য টিকিট কেটে এখানে এসেছেন, তাই না? সুতরাং এ সবের জন্য আপনারা আমার কাছে জবাবদিহি চাইবেন। কিন্তু আমি দুঃখিত, যে এই শো আমাকে বন্ধ করতে হচ্ছে’।
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মোনালি
গায়িকা বলেন, ‘আমি আশা করি আমি এত বড় হয়ে উঠব যে আমি নিজেই সমস্ত দায়িত্ব নিতে পারব এবং কখনই কোনও টম, ডিক এবং হ্যারির উপর নির্ভর করতে হবে না যারা এমন অকেজো, অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি যে আমাদের এই শো’টি বন্ধ করতে হবে, তবে আমি নিশ্চিতভাবে ফিরে আসব। আশা করি এর চেয়ে ভালো একটি অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো। সুতরাং, আমাদের ক্ষমা করুন'।
ভক্তরা মোনালিকে সমর্থন জানিয়েছেন
ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যক্তি বলেছিলেন, 'তিনি ঠিক বলেছেন, বিষয়টি হ'ল এটি লাইভ পারফরম্যান্স, এবং আমরা জানি এটি কীভাবে আঘাত এবং মানুষের ক্ষতির কারণ হতে পারে।' একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেছেন, ‘এই কারণেই বড় শিল্পীরা এমন জায়গায় আসতে চান না।’
মোনালি সম্পর্কে
মোনালি ‘সাওয়ার লুঁ’, ‘করলে প্য়ায়ার করলে’, ‘মোহ মোহ কে ধাগে’, টঢোল বাজেট-সহ অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন দর্শকদের। অভিনয়ের ক্ষেত্রেও তাঁর জুড়ি মেলা ভার। চরিত্রের ব্য়াপারে খুব বেশি সিলেক্টিভ তিনি, তবে পর্দায় এলেই ম্যাজিক দেখান।