বাংলা নিউজ > বায়োস্কোপ > Monalisa Pal Sarkar: মা হলেন টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা মোনালিসা, এবার কি অভিনয় থেকে দূরে

Monalisa Pal Sarkar: মা হলেন টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা মোনালিসা, এবার কি অভিনয় থেকে দূরে

মোনালিসা পাল সরকার (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)

Monalisa Pal Sarkar: ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী মোনালিসা পাল সরকার। টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা তিনি। পরিবারে নতুন অতিথি আসার খবরে শুভেচ্ছায় ভাসছেন 'কে আপন কে পর'-এর তন্দ্রা।

মা হলেন অভিনেত্রী মোনালিসা পাল সরকার। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন এই অভিনেত্রী। টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা মোনালিসা।

বেশ কয়েকদিন ধরে ছোট পর্দা থেকে দূরে 'কে আপন কে পর'-এর তন্দ্রা। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর কাকপক্ষীতেও টের পায়নি। মা হওয়ার পর খানিকটা সময় পর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। আপাতত ছেলেকে সামাল দিতেই দিন কাটছে তাঁর। অভিনেত্রী ঘনিষ্ঠ সূত্রে খবর, একরত্তির একটু বড় না হওয়া পর্যন্ত কাজে ফেরার কথা ভাবছেন না মোনালিসা। আরও পড়ুন: দিওয়ালিতে কেমন সাজবেন? আপনাকে টিপস দিচ্ছেন তারকারাই

প্রায় চার বছর আগে ২০১৮ সালের ১৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালিসা। তাঁর স্বামীর নাম বিশ্বজিৎ সরকার। পেশায় আইটিতে কাজ করেন। খুব ছোট বয়স থেকে সম্পর্কে ছিলেন তাঁরা। একই স্কুলে, একই টিউশনে পড়াশোনা করেছেন। হাইস্কুলে উঠে তাঁদের স্ট্রিম আলাদা হয়। প্রায় পাঁচ বছর লন্ডনে ছিলেন বিশ্বজিৎ। সেই সময় লং ডিসট্যান্স রিলেশনশিপে ছিলেন তাঁরা। আরও পড়ুন: Sreejita De: বিকিনিতে বোল্ড সৃজিতা, বিগ বস ১৬-র প্রতিযোগীর লুকে ঘায়েল নেটিজেন

একসময় টেলিভিশনে সঞ্চালনা করতেন মোনালিসা। এরপর ধীরে ধীরে মডেলিং জগতে প্রবেশ করেন। বিজ্ঞাপনের জগতে পরিচিত মুখ ছিলেন। ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ করেন। বিয়ের পরও নিজের কাজ চালিয়ে গিয়েছেন অভিনেত্রী। আপাতত সন্তানের সঙ্গে সময় কাটাতে চান জনপ্রিয় এই খলনায়িকা।

বন্ধ করুন