বাংলা নিউজ > বায়োস্কোপ > ঐশ্বর্যর তালে তাল মেলালেন 'ইরাবতী', দুরন্ত গতিতে ভাইরাল মনামীর নাচ

ঐশ্বর্যর তালে তাল মেলালেন 'ইরাবতী', দুরন্ত গতিতে ভাইরাল মনামীর নাচ

মনামী ঘোষ (সৌজন্যেঃইনস্টাগ্রাম)

এবার মানসীর ভূমিকায় মনামী! ঐশ্বর্যর তাল ছবির টাইটেল ট্রাকে জমিয়ে নাচলেন ছোটপর্দার ইরাবতী। 

লকডাউনে নিজেদেরে ব্যস্ত রাখার নানান উপায় খুঁজে নিয়েছেন তারকারা। ঘরবন্দি দশাতেও ভক্তদের মন ভালো করবার কোনও সুযোগ হাতছাড়া করছেন না তাঁরা। ব্যতিক্রম নন, ছোটপর্দার ইরাবতী মানে মনামী ঘোষও। নায়িকা যে নাচতে ভীষণ ভালোবাসেন একথা কারুরই অজানা নয়। রীতিমতো নাচের প্রশিক্ষণ রয়েছে মনামীর। গৃহবন্দির এই সময়ে শ্যুটিং নেই, তাই নাচে মন দিয়েছেন ইরা।

নব্বইয়ের দশকের এক্কেবারে শেষে মুক্তি পেয়েছিল ঐশ্বর্য রাই-অক্ষয় খান্নার-অনিল কাপুর অভিনীত তাল। পরিচালক সুভাষ ঘাইয়ের এই ছবির প্রত্যেকটি গান আরও ঘর করে রয়েছে আপামর ভারতীয়র মনে। আজ দু দশক পরেও, এ আর রহমানের মন মাতানো সুর আর অলকা ইয়াগনিকের মিষ্টি গলায় ‘তাল সে তাল মিলা'-র ছন্দে আজও নেচে উঠে দেশবাসী। এবার সেই তালিতেই নাম লেখেলেন মনামী।

বাংলায় সবে গ্রীষ্মের আগমন ঘটেছে, যদিও কালবৈশাখীর সুবাদে বৃষ্টির দেখা মিলেছে কিন্তু বর্ষা আসতে আরও কিছু দেরি। তবে বর্ষার আবগাহনে ডুব দিলেন ছোটপর্দার ইরাবতী। সাদা লেহেঙ্গা-চোলিতে তাল সে তাল মেলালেন নায়িকা। নেটদুনিয়ায় মনামীর শরীরী হিল্লোল এখন ঝড় তুলেছে।

 দেখুন সেই ভিডিয়ো-

বন্ধ করুন