অভিনয় হোক বা তাঁর ফ্যাশনসেন্স সব কিছু নিয়েই টলিপাড়ায় চর্চায় থাকেন মনামী ঘোষ। পোশাক নিয়ে নানা এক্সপেরিমেন্ট করতে দেখা যায় তাঁকে। সবটা মিলিয়ে তিনি যে দারুণ স্টাইলিশ তা বলাই যায়। কিন্তু নিজের সেই 'গ্যামার গার্ল' ইমেজ ভেঙে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'পদাতিক'-এ ডিগ্ল্যাম লুকে ধরা দিয়েছেন নায়িকা। আবার এটা সৃজিতের সঙ্গেও তাঁর প্রথম কাজও। সবটা মিলিয়ে এই ছবিকে কীভাবে দেখছেন অভিনেত্রী? 'পদাতিক'-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান সে কথাই জানালেন মনামী।
'পদাতিক'-এ মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে তাঁর ঝলক ট্রেলারেই দেখেছেন দর্শকরা। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথমবারের জন্য কাজ করেছেন মনামী। টলিপাড়ায় অনেকের মতে সৃজিতের সঙ্গে কাজ মানে কেরিয়ারে উত্তরণ। মনামীও কি তাই মনে করেন? প্রশ্নে, নায়িকার অকপট স্বীকারোক্তি, 'একদমই তাই। শুধু সেটা নয় এই ছবিটা যে রকম ভাবেই দর্শকদের কাছে আসুক না কেন, এটা আমার কেরিয়ারে একটা মাইলস্টোন হয়েই থাকবে।'
আরও পড়ুন: গীতা নয়, আমি নিজেকে মৃণাল সেনের সঙ্গে বেশি রিলেট করতে পারি: মনামী ঘোষ
তবে গীতা সেনের যে লুক, তার থেকে বাস্তবে মনামী অনেকটাই আলাদা, অন্তত নায়িকার সোশ্যাল মিডিয়া তো তাই বলে। সেখানে নিজের স্টাইলিশ ইমেজ ভেঙে, গীতা সেন হয়ে ওঠা কতখানি কঠিন ছিল তাঁর কাছে? এ নিয়ে নায়িকা বলেন, 'প্রথমবার নিজেকে গীতা সেনের লুকে দেখে বেশ অন্যরকম লেগেছিল। আয়নায় দেখে মনে হচ্ছিল একটা অন্য মনামীকে দেখছি। আমার লুকটা নিয়ে আমি খুব স্যাটিসফায়েডও ছিলাম। কিন্তু পাশাপাশি ভয়ও কাজ করছিল, যখন দর্শকদের সামনে এই লুকটা আসবে তখন তাঁরা কীভাবে নেবেন। যদিও পরে দর্শকরাও গীতা সেনের লুক আমাকে দেখে বেশ প্রশংসাই করেন। সেই সময় আমার মনে হয়েছিল যে একটা ধাপ পার হলাম।'
পাশাপাশি তিনি চঞ্চল চৌধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতাও শেয়ার করেন অভিনেত্রী। নায়িকার মতে চঞ্চল 'খুব সহজ মানুষ'। এ প্রসঙ্গে মনামী বলেন, 'কাজের ক্ষেত্রে চঞ্চল দা যতটা সিরিয়াস, মানুষ হিসেবে ততটাই সহজ। আর একটু ভালো করে বললে, স্বামী-স্ত্রীর চরিত্রের ক্ষেত্রে অভিনেতাদের মধ্যে সহজাত ভাবটা না এলে, বা তাঁদের মধ্যে কেমিস্ট্রি ভালো না হলে কাজটা করা বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু চঞ্চল দার ক্ষেত্রে সেই সমস্যা হয়নি। কারণ তিনি এতটাই সহজ।'
আরও পড়ুন: স্বামী নিখিল প্যাটেলের বিরুদ্ধে নির্যাতন এবং বিশ্বাস ভাঙার অভিযোগ তুলে এফআইআর করলেন দলজিৎ!
প্রসঙ্গত, মৃণাল সেনের জীবনের উপর নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'পদাতিক' আসছে। ১৫ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে এই ছবির মাধ্যমে পরিচালককে শ্রদ্ধাজ্ঞাপন করতে চেয়েছেন সৃজিত। রবিবার শহরের নামী পাঁচতারা হোটেলে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। চঞ্চল চৌধুরী ও জিতু কমল ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক-সহ সব কলাকুশলীরাই। হাজির হয়েছিলেন মনামী ঘোষও।