গরমে বসন্তকে মিস করছেন মনামী! তাই শেয়ার করলেন বিকিনি পরা ছবি। যা দেখে যে কেউ বলবে ‘সুপার হট’। দেখুন-
1/6টলিউডের হট গ্ল্যাম সুন্দরী কন্যেদের তালিকায় বেশ উপরেই থাকেন মনামী ঘোষ। বয়স যে তাঁর নাগাল ছুঁতে পারে না তা এই ছবিগুলিই স্পষ্ট। পেলব শরীরে অনুরাগীদের রাতের ঘুম কাড়তে এগুলোই যথেষ্ট। শাড়ি হোক বা ওয়ানপিস, যে পোশাকই পরেন তাতেই তিনি সুপার হট। তবে বিকিনির তো কেয়া বাত! চলুন সেরকমই কিছু লুক দেখে নেওয়া যাক-
2/6একনজরে মৎসকন্যা ভেবেও ভুল করতে পারেন! চুলে বেণী, কালারফুল এই বিকিনি সঙ্গে স্কার্টে মনামী এখানে অপরূপা।
3/6শরীরের প্রতিটা খাঁজেই যেন আকর্ষণের হাতছানি। নীল আর ফ্লুরোসেন্ট গ্রিনের কম্বিনেশনের এই বিকিনিতেও মনামী কোনও স্বপ্নসুন্দরীর থেকে কম নয়।
4/6বিকিনির উপর চরিয়ে নিয়েছেন ক্রোশেটের বিচ টপ। সমুদ্রের ধারে নোনা জলের মজা নিতে এরচেয়ে ভালো পোশাক আর কী বা হতে পারে।
5/6সাদা এই স্নানপোশাকের ছবিও মনামী শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে। চোখে ভারসাইজড সানগ্লাস।
6/6চলতি বছরে জন্মদিনের আগেই ব্যাঙ্কক উড়ে গিয়েছিলেন। সেখান থেকেই এই চোখ ধাঁধানো ফোটোগুলি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। মাখন ত্বকে কালো মনোকিনি মানিয়েছে বেশ।