নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'। স্প্যানিশ এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা এখন পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে। তেমনি ভারতেও এর জনপ্রিয়তা নেহাত কম নয়। আগামী ৩ ডিসেম্বর মানি হাইস্টের অন্তিম সিজেনের দ্বিতীয় পর্ব মুক্তি পেতে চলেছে। এরই মধ্যে রয়েছে আরও এক সুখবর। এবার বলিউডেও তৈরি হতে চলেছে মানি হাইস্ট।
জানা যাচ্ছে, মানি হাইস্টের হিন্দি ভার্সন তৈরি করতে চলেছেন পরিচালকদ্বয় আব্বাস-মাস্তান জুটি। নেটফ্লিক্স ইন্ডিয়ার সঙ্গে নাকি গাটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। তবে সিরিজ নয়, ফিল্ম হিসেবে নাকি তৈরি হতে চলেছে। যদিও এই বিষয় এখনও কোনও অনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে কানাঘুষো খবর, বলিউড মানি হাইস্টে প্রফেসরের চরিত্রে অভিনয় করবেন অর্জুন রামপাল। তেমনই চিন্তাভাবনা রয়েছে পরিচালকদের মাথায়।

খবর, মানি হাইস্ট দ্বারা অনুপ্রাণিত হিন্দি ছবিটির নাম হতে চলেছে 'থ্রি মাঙ্কিজ'। আগামী বছরের মাঝামাঝি নাকি মুক্তি পেতে পারে মানি হাইস্টের বলিউডি ভার্সন। যদিও পুরোটাই সূত্র মারফত খবর, এবিষয় এখনও কোনও রকমের মুখ খোলেননি পরিচালকদ্বয়। প্রসঙ্গত, এর আগে ‘বাজিগর’ ছবিটি আ কিস বিফোর ডায়িং থেকে অনুপ্রাণিত। ‘দরার’ ছবিটি স্লিপিং উইথ দ্য এনিমির রিমেক। এখন সবটাই সময়ের অপেক্ষা।