অপেক্ষার অবসান। ফের একবার নেটফ্লিক্সের পর্দায় ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'। জনপ্রিয় ওয়েব সিরিজের শেষ সিজন আসছে। টিজার মুক্তির সঙ্গে সঙ্গে ঘোষণা হল মুক্তির দিনক্ষণও। টিজারের মাধ্যমে আরও প্রকাশিত হয়েছে ৫টি সিজনে ভাগ হয়েছে ‘মানি হাইস্ট’। দুই ভাগে মুক্তি পাবে শেষ সিজনে। প্রথম পর্বটি মুক্তি পাবে ৩ সেপ্টেম্বর। দ্বিতীয়টি মুক্তি পাবে ডিসেম্বর মাসের ৩ তারিখ।
নেটফ্লিক্সের অত্যন্ত জনপ্রিয় এক ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’। ‘লা কাসা দে পাপেল’ বা 'মানি হাইস্ট' দুই নামেই পরিচিত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজটি। দুর্দান্ত গল্প দিয়ে প্রথম ৪ সিজনেই তাঁরা অর্জন করেছেন প্রচুর জনপ্রিয়তা। এবার ভক্তদের অপেক্ষা সিরিজটির সবশেষ তথা পঞ্চম সিজনের। গোটা টিজারে রয়েছে সুখ এবং দুঃখের নানা মুহূর্ত।
২০১৭ সালে একটি স্প্যানিশ টিভি চ্যানেলে প্রথম মুক্তি পাওয়া এই সিরিজটি বর্তমান সময়ে নেটফ্লিক্সের সবথেকে বেশি ভিউ নিয়ে নন ইংরেজি কোনো সিরিজ।