জল্পনা ছিলই তবে মুখে কুলুপ এঁটেছিলেন দেবলীনা ভট্টাচার্য। তবে শেষপর্যন্ত নিজেই সুখবরটা দেন ‘গোপী বহু’। জানান, সত্য়িই তিনি মা হতে চলেছেন। ১৫ অগস্ট, বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন সকালেই সকলকে সুখবর দিয়েছিলেন দেবলীনা। এবার নতুন অতিথি আসার আগে নিজেই জন্মদিন পালন করলেন হবু মা।
স্বামী শেখ শাহনাওয়াজ ও পরিবারের অন্যান্যদের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন টেলিপর্দার 'গোপী বহু'। এদিন সোনালি ও সবুজ রঙ মিশ্রিত একটা টিউব টপ পরতে দেখা যায় অভিনেত্রীকে। হ্যাপি বার্থ ডে লেখা বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল দেবলীনার বাড়ি। স্বামী ও অন্যান্যদের সঙ্গে বসে একাধিক কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেখা যায় অভিনেত্রীকে। তখন তাঁদের সামনেই ঘোরাফেরা করছিল আদরের পোষ্যটি। তারই নানান ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবলীনা। এদিন দেবলীনার চোখে-মুখে-শরীরে যেন ফুটে বের হচ্ছিল মাতৃত্বের আভা (প্রেগন্যান্সি গ্লো)।
প্রসঙ্গত, ২০২২ সালে জিম প্রশিক্ষক শেখ শাহনাওয়াজ-কে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছিলেন দেবলীনা ভট্টাচার্য। বিয়ের ২ বছর পর আসতে চলেছে দেবলীনা ও শেখ শাহনাওয়াজের প্রথম সন্তান।
তবে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘সাথ নিভানা সাথিয়া’র গোপী বহু দেবলীনার মাতৃত্বের গুঞ্জন, তবে শুরুতে এই গুঞ্জন নীরবই ছিলেন অভিনেত্রী। শেষপর্যন্ত ১৫ অগস্টে তাঁর বাড়িতে আয়োজিত পঞ্চামৃত অনুষ্ঠানের ছবি পোস্ট করে মুখ খোলেন দেবলীনা। হবু মায়ের জন্যই সেদিন পঞ্চামৃত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত পঞ্চামৃত হল হিন্দুদের বিভিন্ন পার্বণ ও পূজায় ব্যবহার করা পাঁচটি খাদ্যের এক মিশ্রণ। পঞ্চামৃতের পাঁচটি উপাদান: দুধ, দই, ঘি, মধু এবং তুলসী।
এদিকে দেবলীনার এই পোস্টে অনেকেই টেলিপর্দার 'গোপী বহু'কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কেউ আবার ‘গোপী বহু’সিরিয়ালের ডায়ালগ আওড়ে লিখেছেন, ‘রাধে সে দূর রাখনা আপনে বাচ্চে কো’ পরে তিনিই আবার লিখেছেন, মজা করছিলাম মাত্র। তবে আবার এরই মাঝে কেউ কেউ দেবলীনাকে তাঁর হবু সন্তানের ধর্ম নিয়ে প্রশ্ন তুলে ট্রোল করতে ছাড়েননি। প্রশ্ন করা হয়, ‘আপনার হবু সন্তান হিন্দু হবেন নাকি মুসলিম?’ তবে এই ট্রোলারদের মোক্ষম জবাব দিতে ছাড়েননি দেবলীনা লেখেন, ‘আমার স্বামী, আমার সন্তান, আমার ধর্ম, আপনি কে হে?’ তবে ধীরে ধীরে অবশ্য ট্রোলের মাত্রা কমেছে। এখন দেবলীনা ও তাঁর স্বামী শেখ শাহনাওয়াজ আপাতত হবু সন্তানের অপেক্ষায় রয়েছেন।