বাংলা নিউজ > বায়োস্কোপ > Mother's Day 2013: যশ ও রুহির বাবা থাকলেও মা নেই, ওরা ঠাকুমাকেই মা বলে: করণ জোহর

Mother's Day 2013: যশ ও রুহির বাবা থাকলেও মা নেই, ওরা ঠাকুমাকেই মা বলে: করণ জোহর

বাঁদিকে যশ ও রুহির সঙ্গে হিরু জোহর, ডানদিকে মায়ের জন্মদিনে দুই সন্তানকে নিয়ে করণ

মাতৃ দিবসে মা হিরু জোহরকে নিয়ে তাই আবেগঘন পোস্ট করেছেন পরিচালক, প্রযোজক করণ জোহর। শেয়ার করেছেন তাঁর দুই সন্তানের সঙ্গে মায়ের কিছু অদেখা মুহূর্ত। করণ ইনস্টাগ্রামে লিখেছেন, 'রুহি, যশ এবং আমি আপনাকে আমাদের স্তম্ভ, বিবেক ও আমাদের হৃদয়ের স্পন্দন হিসাবে পেয়ে ধন্য… ভালোবাসি মা তোমাকে। শুভ মাতৃদিবস।’

বিয়ে করেননি, তবে সারোগেসির মাধ্যমে ২০১৭ সালে বাবা হওয়ার সিদ্ধান্ত নেন করণ জোহর। দুই ছেলেমেয়ের নাম রাখেন যশ ও রুহি। সেসময় করণের সদ্যোজাত দুই শিশুর মায়ের দায়িত্ব পালন করেন তাঁদের ঠাকুমা হিরু জোহর। ছোট্ট যশ ও রুহি করণের মাকেই মা বলে ডাকে।

১৪ মে মাতৃ দিবসে মা হিরু জোহরকে নিয়ে তাই আবেগঘন পোস্ট করেছেন পরিচালক, প্রযোজক করণ জোহর। শেয়ার করেছেন তাঁর দুই সন্তানের সঙ্গে মায়ের কিছু অদেখা মুহূর্ত। করণ ইনস্টাগ্রামে লিখেছেন, 'রুহি, যশ এবং আমি আপনাকে আমাদের স্তম্ভ, বিবেক এবং আমাদের হৃদয়ের স্পন্দন হিসাবে পেয়ে ধন্য... ভালোবাসি মা তোমাকে।শুভ মাতৃদিবস।’

করণের শেয়ার করা প্রথম ছবিতে হিরু জোহর দুই বাহুতে সদ্যোজাত যমজ ভাইবোন যশ ও রুহিকে ধরে রয়েছে। পরে তাঁদের দুজনের সঙ্গেই হিরু জোহর আলাদা করে ছবি তুলেছেন, তখন অবশ্য যশ ও রুহি দুজনেই ভীষণ ছোট। তারপর স্কুলে যাওয়ার পথে যশ ও রুহিকে দেখা যাচ্ছে বাবা করণ ও ঠাম্মা হিরু জোহরের সঙ্গে। শেষের ছবিতে হিরু জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যশ ও রুহিকে দেখা যাচ্ছে। করণের এই পোস্টে তাঁর বন্ধু শ্বেতা বচ্চন, নেহা ধুপিয়া সহ অনেকেই কমেন্ট করেছেন।

আরও পড়ুন-আজ মাকে ভীষণ মিস করছি, পুরনো কথা মনে পড়ছে, ২০২১ আমার জীবনের একটা অংশ ছিনিয়ে নিয়েছে: কৌশানি

আরও পড়ুন-'তুমি মায়ের মতোই ভালো', এটা বলার মতো আমার জীবনে আর কেউ নেই: দিতিপ্রিয়া

আরও পড়ুন-মা হওয়ার দেড় বছরের মধ্যে মাকে হারালাম! জানি না, ওঁর মতো ভালো মা হতে পারব কি না: সোনালি

২০১৯ সালে, করণ ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরু জোহরকে নিয়ে হাজির হয়েছিলেন। মা হিরু  ছেলে করণকে জিজ্ঞাসা করেছিল সিঙ্গেল ফাদার হওয়ার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কী? করণ তখন বলেন, ‘একজন একাকী বাবা বা মা হওয়ার দায়িত্ব পালন সত্যিই ভীতিকর বিষয়। কারণ, আমি মনে করি সন্তানের লালন-পালন সম্পূর্ণ করতে মা ও বাবা দুজনকেই প্রয়োজন। আপনি তাই বলতে পারেন যে যশ এবং রুহি আসায় পরিবার ভালবাসায় পূর্ণ হয়েছে, তবে তারপরেও এটি একটি স্বার্থপর সিদ্ধান্ত। কারণ আমি নিজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের একটা বড় অংশ খালি ছিল, যে শুন্যস্থান এই দুই শিশু পূরণ করেছে। ’ করণ বলেন, ‘ অদ্ভুতভাবে যশ ও রুহি আমাকে বাবা বলে, আর আমার মাকেই মা বলেন। তাই ওদেরকে আমি আর মা মিলেই বড় করছি।’ 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন