২০২৪-কে বিদায় জানিয়ে, নতুন বছরকে স্বাগত জানানোর পালা। প্রিয়জনদের সঙ্গে একটু পার্টি না হলে চলে? বর্ষবরণের পার্টিতে মেতেছিলেন বাঙালি কন্যে মৌনি রায়ও। তবে মুম্বইয়ে নিউ ইয়ার পার্টি থেকে বেরোনোর সময় দুম করে রাস্তায় পড়েই গেলেন জলপাইগুড়ির মেয়ে। পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি সেই মুহূর্ত। যা ধেয়ে নেটপাড়ায় কটাক্ষের শিকার মৌনি। আরও পড়ুন-উন্মুক্ত বেবি বাম্পে চুমু মেয়ের! ২বার মা হচ্ছে পর্নার ‘কুটনি জা’, মানসীর বরকে চেনেন?
মৌনির সঙ্গে তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার এবং ঘনিষ্ঠ বান্ধবী দিশা পাটানিও উপস্থিত ছিলেন। মৌনি টলমল পা-এ পার্টি থেকে বার হন, এবার টাল সামলাতে না পেরে ফুটপাথে পড়ে যায়। সুরজ তার হাত ধরে তাকে গাড়িতে উঠতে সাহায্য করে।
ফুটপাথে পড়ে যান মৌনি
একটি ভিডিওতে দেখা যায়, পার্টি থেকে বেরিয়ে রীতিমতো বেসামাল মৌনি। এরপর ফুটপাথে পড়ে যান নায়িকা। মৌনির পরনে ছিল কালো রঙের শর্ট ককটেল ড্রেস। ক্যামেরার ফ্ল্যাশ লাইটে অস্বস্তিতে পড়ছিলেন তিনি, এরপরই দুম করে পড়ে যান! সুরজ তৎক্ষণাৎ তাকে উঠতে সাহায্য করতে ছুটে আসেন, মাটি থেকে টেনে তোলেন মৌনিকে। দিশাও সঙ্গে সঙ্গে বান্ধবীর হাত শক্ত করে ধরেন। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত।
ভক্তদের প্রতিক্রিয়া
এই পরিস্থিতিতে মৌনিকে দেখে দু-ভাগে ভাগ নেটপাড়া। ভক্তরা পাশে দাঁড়ালেও ধেয়ে আসে ট্রোল। একজন লেখেন, ‘দেখে বোঝা যাচ্ছে মদের নেশায় চুর’। আরেকজন লেখেন, ‘সামলাতে না পারলে এত মদ্যপানের কী দরকার?’ ভক্তরা মৌনির জন্য উদ্বেগ প্রকাশ করে লেখেন, 'আশা করি তিনি ভালো আছেন। আরেকজন ভক্ত বলেন, 'ঈশ্বরকে ধন্যবাদ যে তার স্বামী সেখানে ছিলেন এবং সেই মুহূর্তে তাকে ধরে রেখেছিলেন, আশা করি তিনি আঘাত পাননি। ‘ আরেকজন মন্তব্য করেছেন, ‘দয়া করে অন্যের গোপনীয়তাকে সম্মান করুন’।’

অক্ষয় কুমার, সোনম বাজওয়া, নোরা ফাতেহি, অপারশক্তি খুরানা এবং স্টেবিন বেনের সাথে দ্য এন্টারটেইনার্স ট্যুরের অংশ হওয়ার পর থেকেই মৌনি এবং দিশা ইন্ডাস্ট্রিতে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। মৌনিকে শেষ দেখা গিয়েছিল ডিজনি + হটস্টার সিরিজ শো-টাইম-এ। সুমিত রায় প্রযোজিত এই সিরিজে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমির সঙ্গে দেখা মিলেছে তাঁর।
আরও পড়ুন-দিতিপ্রিয়ার নায়ক বদল! জি বাংলার ‘তোমাকে ভালোবেসে’ থেকে কেন সরলেন রাহুল?
ভক্তরা মৌনিকে আগামীতে দেখতে পাবেন খুদা হাফিজ পরিচালক ফারুক কবীরের আসন্ন ছবিতে, যা ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।