বাংলা নিউজ > বায়োস্কোপ > Mountain music festival: পাহাড়ের কোলে গানে-সেতারের সুরে জমবে পয়লা বৈশাখ! সাক্ষী থাকবেন? রইল খুঁটিনাটি

Mountain music festival: পাহাড়ের কোলে গানে-সেতারের সুরে জমবে পয়লা বৈশাখ! সাক্ষী থাকবেন? রইল খুঁটিনাটি

পাহাড়ের কোলে গানে, সেতারের তালে জমবে পয়লা বৈশাখ

Mountain music festival: মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের তৃতীয় সিজন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৩ এপ্রিল। এদিন উত্তরবঙ্গের ফালগুতে পাহাড়ের কোলে, নদীর পাশে বসবে গানের আসর। গান, সেতারের তালে তালে জমে উঠবে এবারের নববর্ষ।

ধরুন পাহাড়ের কোলে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মাঝে বসে রবীন্দ্র সঙ্গীত শুনছেন। কী কেমন লাগবে? এটার পরই যদি হাম্মা হাম্মা, কিংবা কোনও একটা লোক সঙ্গীত যদি হয়? মন্দ হবে কী? পাহাড়ি বাতাসের সঙ্গে ব্যান্ডের শব্দে পয়লা বৈশাখের উদযাপন। কী শুনেই লোভ লাগছে তো? যদি যেতে নাও পারেন, ফেসবুকেই নাহয় কলকাতার পচা গরমে বসে চোখের শান্তি পাবেন। কোথায় কী হচ্ছে ভেবে ভেবে হয়রান হচ্ছেন? আসুন সবটা দেখে নেওয়া যাক।

মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল এর তৃতীয় সিজন অনুষ্ঠিত হতে চলেছে নববর্ষের ঠিক আগে আগেই। আগামী ১৩ এপ্রিল রাত ৮.৩০ টা থেকে এক অনুষ্ঠান শুরু হবে। দেখা যাবে দ্য ড্রিমার্সের ফেসবুক পেজে। এই গোটা অনুষ্ঠানের নিবেদন করেছে খুকুমণি সিঁদুর ও আলতা। সঙ্গে আছে জেপি ট্রাভেলস, অনন্যা পাল, আর্টেজ, কার্পে ডিয়েম।

<p>মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের ঝলক!</p>

মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের ঝলক!

উত্তরবঙ্গের ফালগুতে এদিন সেতারে হাম্মা হাম্মার সুর থেকে এস্রাজে রবীন্দ্রনাথের গানের সুর, লালন সাঁই এর গান থেকে বাংলা ব্যান্ডের গান সব নিয়ে এই আসর বসবে।

পাহাড়ের সাথে সঙ্গীতের এক সুন্দর প্রাকৃতিক নিবিড় সম্পর্ক । পাখির ডাক, নদীর জলের কুলকুল ধ্বনি, বনে পাতা ঝরার মর্মর শব্দ সবেতেই সুর নিহিত। কথায় আছে সঙ্গীত সর্বত্র বিদ্যমান।

<p>মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের ঝলক</p>

মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের ঝলক

বিগত দুবছরের মতো এবছেরও সুরে ভাসবে পার্বত্য উপত্যকা। মূল ভাবনা এবং আয়োজনে সুদীপ্ত চন্দ। দ্য ড্রিমার্স এর দশ বছর আগামী ১৩ এপ্রিল, আর সেদিনই দেখা যাবে এই বিশেষ অনুষ্ঠানের তৃতীয় সিজন দ্যা ড্রিমার্স এর ফেসবুক পেজ থেকে।

এবারের শিল্পীদের মধ্যে সৌভিক মুখোপাধ্যায়, অরিত্র মুখোপাধ্যায়,অম্লান চট্টোপাধ্যায়, মাধুর্য মুখোপাধ্যায়, গৌরব হাটুই, অয়ন চক্রবর্তী, সৌরজ্যোতি চ্যাটার্জি, রক্তিম ব্যানার্জি, পলাশ ভট্টাচার্য এর সঙ্গীত পরিবেশন নজর কাড়বে।

<p>যাবেন নাকি?</p>

যাবেন নাকি?

সেতার, এস্রাজ, ডারবুকা, গীটার, তবলায় যন্ত্রসংগীত পরিবেশন হোক বা গানে, গানে ওয়ার্ল্ড মিউজিকের উদযাপন জমে উঠবে এবারের মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল।

শহরে যখন গরমের পারদ চড়ছে ঠিক তখনই ঘরে বসে পাহাড়ে এরকম একটা সঙ্গীতের আসর উপভোগ করা বেশ ভালো একটা আয়োজন বলা চলে।

বন্ধ করুন