কিছু গান থাকে যা সময়ের সব মাপকাঠি পেরিয়ে শ্রোতার মনে দাগ কেটে যায়। সব বয়সের মানুষের কাছে থেকে যায় ভীষণ কাছের হয়ে। সেরকমই একটি গান হল ‘আমি শুনেছি সেদিন তুমি’। যা গেয়েছিলেন শিল্পী মৌসুমী ভৌমিক। বাংলা সংগীতের দুনিয়ায় অন্যতম কালজয়ী গান এটি। তবে হঠাৎই মৌসুমীর করা একটি পোস্ট ভাইরাল সোশ্যালে। যেখানে তিনি একটি রিমেক ভার্সান শেয়ার করে লিখলেন, ‘শুনে বমি পাচ্ছে’।
রিমেক ভার্সানটি বর্তমানে ভারতের এক নম্বর শিল্পী অরিজিৎ সিং-এর গলায়। যদিও এই নিয়ে সন্দেহ আছে। কারণ, ‘জিরো বিট’ নামে এক ইউটিউব চ্যানেলে রয়েছে গানটি। এখানে অরিজিতের গলায় বেশ কিছু গানও রয়েছে। তবে তা শিল্পী নিজেই গেয়েছেন, না AI-এর সাহায্য নিয়ে তৈরি করা তা স্পষ্ট নয়।
মৌসুমীর মনেও যথেষ্ট সন্দেহ রয়েছে তা স্পষ্ট। তিনি সেই গানের ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, ‘আমার মনে হচ্ছে এটা এআই! আমি পুরো গানটা শুনলাম। বমি বমি পাচ্ছে। আমি আসলেই অনেক পিছিয়ে পড়েছি।’
মৌসুমীর পোস্টে এক নেটিডজেন মন্তব্য করলেন, ‘আমিও বিশ্বাস করি এটি AI কম্পোজিশন!এ গানটি সকল শ্রোতার প্রাণের গান তাই এটা যেনো তেনো ভাবে উপস্থাপন করা একধরনের সাহস বৈকি!!’ দ্বিতীয়জন লেখেন, ‘গানটি এতই আপন যে এই গানটিকে যত্রতত্র খুব লঘু অর্থে ব্যবহার করতে দেখলে শুনলে খুব কষ্ট হয়। আর এ তো খুব খারাপ।’ তৃতীয়জনের মন্তব্য, ‘জঘন্য। টেকনোলজির অপব্যবহার। স্রষ্টাকে অপমান করেছে। এই গানটা কি যে ভালো লাগার গান সেটা বলে বোঝতে পারব না।’
চতুর্থজন মৌসুমীর উদ্দেশে লেখেন, ‘যে সংস্থা ইউটিউবে গানটি রিলিজ করেছে, তারা নিজেরাই কমেন্টে স্বীকার করেছে যে গানটা AI দিয়ে তৈরি হয়েছে। এক কথায় জঘন্য বললেও কম বলা হয়!’ যদিও গানটির বিবরণীতেই স্পষ্ট লেখা এটি আর্টিফিশিয়াল ইনটালিজেন্সের সাহায্য নিয়ে তৈরি করা।
কদিন আগেই গায়ক AI দিয়ে তাঁর গলার স্বর ব্যবহারে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যেখানে রায় আসে, বাণিজ্যিক কিংবা ব্যক্তিগত স্বার্থে কোনওভাবেই একজন মানুষের ব্যক্তিত্বের অধিকারকে লঙ্ঘন করা যাবে না। অরিজিতের করা পিটিশনের শুনানিতে বলা হয়, ‘বাক ও মত প্রকাশের স্বাধীনতা সমালোচনা এবং মন্তব্যের অনুমতি দেয় কিন্তু বাণিজ্যিক লাভের জন্য একজন সেলিব্রিটির ব্যক্তিত্বকে কাজে লাগানোর লাইসেন্স দেয় না’। সঙ্গে বিচারপতি রিয়াজ চাগলা রায় দিয়েছিলেন, AI টেকনোলজি ব্যবহার করে অরিজিতের কণ্ঠ-সহ কোনও কিছুই কোনও অনলাইন প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন-সহ কোনও ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না।