বাংলা নিউজ > বায়োস্কোপ > দীর্ঘ লড়াই শেষ, চলে গেলেন মৌসুমী কন্যা পায়েল

দীর্ঘ লড়াই শেষ, চলে গেলেন মৌসুমী কন্যা পায়েল

চলে গেলেন মৌসুমী চট্টোপাধ্যায়ের কন্যা পায়েল (ফাইল ছবি)

মাত্র ৪৫ বছর বয়সেই প্রয়াত হলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের কন্যা পায়েল। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন পায়েল। ২০১৮ সাল থেকে প্রায় কোমায় ছিলেন তিনি। সুদীর্ঘ লড়াই শেষ হল বৃহস্পতিবার গভীর রাতে।

চলে গেলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের কন্যা পায়েল ডিকি সিনহা। মাত্র ৪৫ বয়সেই মৃত্যু হল পায়েলের। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ মৃত্যু হয় পায়েলের। ছোট থেকেই জুভেনাইল ডায়াবিটিসে আক্রান্ত ছিলেন মৌসুমী কন্যা। ২০১৮ সাল থেকে তিনি প্রায় কোমায় চলে গিয়েছিলেন।

২০১৮ সালে মেয়ের কাস্টডির জন্য বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় ও তাঁর স্বামীকে। পায়েলের স্বামী ডিকি সিনহা অসুস্থ পায়েলের চিকিত্সা করাচ্ছে না, পাশাপাশি নিজের মেয়ের সঙ্গে তাঁদের কোনওরকম যোগাযোগও করতে দিচ্ছে না, জামাইয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। পিটিশনে মৌসুমী এবং তাঁর স্বামী জয়ন্ত চট্টোপাধ্যায় জানান, ২০১৮-র ২৮ এপ্রিল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় পায়েলকে। বাড়িতেই চিকিত্সা চালানোর পরামর্শ দেন ডাক্তার। প্রতিদিন ফিজিওথেরাপির কথা প্রেসক্রাইব করেছিলেন চিকিত্সক। তবে পায়েলের স্বামী কোনও রকম তোয়াক্কা না করেই স্ত্রীর চিকিত্সা বন্ধ করে দেয়। ২০১০ সালে ডিকির সঙ্গে বিয়ে হয়েছিল পায়েলের।

পায়েলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর টুইটারের দেওয়ালে শোকপ্রকাশ করেছেন অভিনেতা তুষার কাপুর। তুষার লেখেন, 'পায়েল চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। ছোটবেলায় অনেক দেখেছি তাঁকে। মৌসুমী চট্টোপাধ্যায় এবং তাঁর পুরো পরিবারকে আমার সমবেদনা জানাই'।



অভিনেতা করণবীর বোহরা লেখেন,'ছেলেমেয়ের মৃত্যুশোকের থেকে কঠিন আর কিছুই হতে পারে না। খুব খারাপ আর অসহায় লাগছে পায়েল চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে। মৌসুমীজিকে সমবেদনা জানাই'।



বাংলা ছবি বালিকা বধূর সঙ্গে রূপোলি সফর শুরু করেছিলেন এই নায়িকা। এরপর হিন্দি ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত পিকু ছবিতেই শেষবার দেখা গিয়েছে মৌসুমী চট্টোপাধ্যায়কে।

বায়োস্কোপ খবর

Latest News

নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.