মৌসুমী চট্টোপাধ্যায় আবার কাজের জগতে ফিরছেন। তবে তিনি এই প্রথমবার বিজ্ঞাপনে কাজ করলেন। আর সেই শ্যুটিংয়ের অভিজ্ঞতাই এদিন ভাগ করে নিলেন পরিচালক। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিজ্ঞাপনের পরিচালক তথা বিজয়ার পরে ছবির পরিচালক অভিজিৎ শ্রীদাস জানিয়েছেন তাঁর হাত ধরে মৌসুমী চট্টোপাধ্যায় বিজ্ঞাপনের জগতে পা রাখায় তিনি দারুণ উচ্ছ্বসিত।
আরও পড়ুন : শাকিবের সঙ্গে ধুন্ধুমার অ্যাকশনে মাতবেন যিশু? ফের কোন ছবিতে ধরা দিচ্ছেন খলনায়ক হয়ে?
মৌসুমী চট্টোপাধ্যায়ের প্রথম বিজ্ঞাপন
এই কাজের প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন 'তরুণ মজুমদারের হাত ধরে মৌসুমী দিন অভিনয় জগতে পা রেখেছিলেন। আমার সৌভাগ্য যে আমি ওকে বিজ্ঞাপনী ছবিতে আনতে পারলাম।'
আরও পড়ুন : অমিতাভের জলসায় সিনেমা শ্যুট করার পরিকল্পনা বোমান ইরানির! শুনেই ফারহা বললেন, 'জয়াজি আছেন ওখানে, উনি...'
প্রসঙ্গত কিছুদিন আগেই মেয়েকে হারিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। তবে আপাতত সেই শোক তিনি ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন। কাজে মন দিতে চাইছেন। তিনি জানিয়েছেন ভালো কাজ পেলে তিনি সেটা করতে আগ্রহী। মজার, ঘরোয়া বা গভীরতা আছে এমন চরিত্রে তিনি কাজ করতে আগ্রহী বলেও জানান।
এই বিজ্ঞাপনে মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। জানা গিয়েছে এখানে দেখা যাবে একটি রিয়েলিটি শোতে সঞ্চালিকা হিসেবে থাকবেন সোনাক্ষী এবং অতিথি হয়ে আসবেন মৌসুমী চট্টোপাধ্যায়। সাধারণত অতিথিরাই রান্না করেন। তবে এই বিজ্ঞাপনে নাকি বাস্তবের নতুন বউকে রান্না করার হুকুম দেবেন বর্ষীয়ান অভিনেত্রী। বলবেন, 'আমায় রান্না করে খাওয়াও তো।'
আরও পড়ুন : বয়সকে কাঁচকলা! সোমলতার গানে সন্ধ্যার মহিলা সমিতির অনুষ্ঠান জমালেন শান্তনু মৈত্রর মা, মুগ্ধ শান - আকৃতিরা
আরও পড়ুন : ১৯ - ৩৪ বছর বয়সীদের মধ্যে পাইরেসির বাড়বাড়ন্ত! ২০২৩ -এ কত হাজার কোটির লোকসান হল ভারতীয় বিনোদন জগতের?
বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সেটে সোনাক্ষী সিনহা এবং মৌসুমী চট্টোপাধ্যায়ের রসায়ন যে দারুণ জমে গিয়েছে সেটাও জানাতে ভোলেননি পরিচালক। জানান বর্ষীয়ান অভিনেত্রী একটি করে কথা বলছেন, আর সেটা শুনে হেসে গড়িয়ে পড়ছে সোনাক্ষী।