কখনও শুনেছেন পূর্ণ বয়স্ক কোনও মানুষের আচমকা উচ্চতা বেড়ে যেতে? ২০২১ সালে নাকি এমনটা ঘটে বাংলাদেশি অভিনেত্রী মৌসুমী হামিদের সঙ্গে। আর তারপর থেকেই তাঁর কাজ পেতে অসুবিধা হয়। ডুবে যান অবসাদে। কিন্তু হঠাৎ কেন এমনটা ঘটেছিল, কী জানালেন মৌসুমী?
কী ঘটেছে?
২০১৮ সালে আচমকাই কাজ কমতে শুরু করে বলে জানান বাংলাদেশি অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি জানান, 'সেই সময় যে শিল্পীদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল তাঁরা অনেকেই আমায় আর সহঅভিনেত্রী হিসেবে চাইছেন না। তখন এসব নিয়ে কিছু ভাবিনি। ভেবেছি কাজ জানলে কাজ আসবে। কিন্তু এখানেই আমি ভুল করি। কখনও কারও কাছে কাজ চাইনি, দলে যাইনি।'
তিনি আরও জানান, '২০২১ সালে নাকি আমার উচ্চতা হঠাৎ করেই বেড়ে গেল। শুনতে হল আমার উচ্চতা বেশি কাজে নেওয়া যাবে না। উচ্চতা নাকি সবার কাছে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল। আমি ডিপ্রেশনে চলে যাই। একটা কঠিন সময় ছিল। নিজের উপর ঘৃণা জন্মে যায় যে আমি কেন এত লম্বা। অসহায় হয়ে পড়ি। অবসাদে ডুবে যাই। তখন বুঝতে পারি ধীরে ধীরে যে আমায় কাজে নেবে না বলেই এসব বলা হতো। কাউকে বিশ্বাস করতে পারতাম না। অন্ধকারে ডুবে যাই।'
তবে সেই কঠিন সময় কাটিয়ে উঠেছেন এখন মৌসুমী। জানিয়েছেন তাঁর এখন যেটা ভালো লাগে সেটাই করেন। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি নয়া মানুষ। সোহেল রানা বোয়াতি এই ছবিটির পরিচালনা করেছেন। প্রসঙ্গত একটা সময় মৌসুমী বাংলাদেশের প্রবাদপ্রতিম অভিনেতা যেমন অপূর্ব, মোশারফ করিম, নিশোদের সঙ্গে কাজ করেছেন।