বাংলা নিউজ > বায়োস্কোপ > Besharam Rang: গান জুড়ে ‘দীপিকার শরীর-প্রদর্শন',‘বেশরমি’র জেরে মধ্যপ্রদেশে নিষিদ্ধ হবে ‘পাঠান’?

Besharam Rang: গান জুড়ে ‘দীপিকার শরীর-প্রদর্শন',‘বেশরমি’র জেরে মধ্যপ্রদেশে নিষিদ্ধ হবে ‘পাঠান’?

বিতর্কে বেশরম রং

Besharam Rang Controversy: গেরুয়া বিকিনিতে অনাবৃত দীপিকার শরীর, সেই নিয়ে শাহরুখের সঙ্গে মাখামাখি! ‘বেশরম রং’ গানকে অশ্লীল আখ্যা দিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী। 

নিলর্জ্জতার সীমা পার করে ফেলেছে ‘বেশরম রং’ গানের নির্মাতারা, এমনই অভিযোগ মধ্যপ্রদেশের মন্ত্রীর। সদ্যই মুক্তি পেয়েছে ‘রেশরমি’ নিয়ে শাহরুখের আসন্ন ছবি ‘পাঠান-এর গান। এই গানের দৃশ্যায়নে দীপিকার বোল্ড লুক চর্চায় সবমহলে। কখনও গেরুয়া বিকিনি তো কখনও সিজলিং হট দু-পিসে দীপিকার ‘সেক্সি ডান্স মুভস’ দেখে ভক্তহৃদয়ের ধুকপুকানি যতই বাড়িয়ে দিক না কেন, দীপিকার এমন অবতার দেখে রেগে কাঁই মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

মধ্যপ্রদেশের মন্ত্রীর কটাক্ষ, 'দীপিকা এমনিতেও টুকরে টুকরে গ্যাং-এর সদস্যা। আপত্তিকর দৃশ্য ছবি থেকে ছেঁটে না ফেললে মধ্যপ্রদেশে পাঠান মুক্তি পাবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বলেন, ‘দূষিত মানসিকতা থেকে তৈরি এই গান তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গানের দৃশ্যায়নে যে পোশাক দীপিকা পাড়ুকোন পরেছেন তা প্রচণ্ড আপত্তিকর’।

‘বেশরম রং’ গানে কখনও বিকিনি তো কখনও মনকিনিতে ঝড় তুলেছেন দীরিকা। তাঁর সুপারহট অবতার দেখে ভক্তদের হৃদয়ের ধুকপুকানি কয়েকগুণ বেড়ে গিয়েছে। কিন্তু বিতর্কের ঝড়ও থামছে না দীপিকা-শাহরুখের ‘বেশরম রং’কে ঘিরে।

হিন্দু মহাসভার তরফেও এই গানের বিরোধিতা করা হয়েছে। সংগঠনের সভাপতি স্বামী চক্রপাণী মহারাজ টুইটারে লেখেন, ‘এই গানে গেরুয়া রঙ ও হিন্দু সংস্কৃতির অপমান করা হয়েছে। সেন্সার বোর্ড কী ঘুমোচ্ছিল? আমরা (এই ছবির উপর) ব্যান আরোপ করব। হিন্দু মহাসভা এই গানের বিরোধিতা করবে’।

শুরু থেকেই চর্চায় শাহরুখ-দীপিকার ছবির এই গান। প্রথম লুকেই বাজিমাত করেছিলেন দীপিকার। তাঁর টোনড ফিগার দেখে ফ্যানেরা তো মুগ্ধ। আর শাহরুখের সুঠাম দেহ থেকে সবার মনেই প্রশ্ন, ‘সত্যি এই লোকটার বয়স ৫৭ তো?’ এই গানে শাহরুখকের হ্যান্ডসাম লুক দেখে নতুন করে তাঁর প্রেমে পড়েছেন অনেকেই।

প্রসঙ্গত, পাঁচ বছর পর ‘পাঠান’ দিয়েই কামব্যাক করছেন শাহরুখ। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘জিরো’ ছবিতে। তাও পাঁচ বছর আগে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে এসআরকে-র সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম আর দীপিকা পাড়ুকোনকে। আগামী বছর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে যশ রাজ ব্যানারের এই ছবি।

 

 

বন্ধ করুন