সদ্যই মুক্তি পেয়েছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি। ক্রিকেটের প্রতি প্রেম, নিজের স্বপ্নকে স্ত্রীর মাধ্যমে পূরণ করার গল্প দেখানো হয়েছে এই ছবিতে। আদ্যোপান্ত রোম্যান্টিক ঘরানার ছবিতে রয়েছে স্পোর্টসের ছোঁয়া। তবে ট্রেলার বা ছবির গান দর্শকদের যেভাবে নজর কেড়েছিল বক্স অফিসে সেই অর্থে সেটার প্রতিফলন দেখা যাচ্ছে না। গত ৩১ মে মুক্তি পাওয়ার দিন রাজকুমার রাওয়ের ছবিটি যা আয় করেছিল, দ্বিতীয় দিনে এক ধাক্কায় সেই আয়ের পরিমাণ অনেকটাই কমলো।
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবির বক্স অফিস কালেকশন
মুক্তির দিন অর্থাৎ ৩১ মে, শুক্রবার বক্স অফিসে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটি ৬ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছিল। তবে শনিবার, অর্থাৎ দ্বিতীয় দিন আয়ের সেই পরিমাণ এক ধাক্কায় অনেকটাই কমে যায়। ১ জুন সপ্তম এবং শেষ দফার নির্বাচনের আবহে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুরের এই ছবিটি বক্স অফিসে মাত্র ৪ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে দুদিনের মাথায় এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১১ কোটি ২৫ লাখ টাকায় এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটি প্রসঙ্গে
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। শরণ শর্মা এই ছবিটির পরিচালনা করেছেন। গত ৩১ মে মুক্তি পেয়েছে এই ছবিটি। প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ, প্রমুখ। এটি রাজকুমার এবং জাহ্নবীর জুটির প্রথম ছবি। ইতিমধ্যেই ছবির ট্রেলার এবং গান দর্শকদের থেকে বহুল ভাবে প্রশংসিত হয়েছে। এখন দেখার পালা বক্স অফিসে কেমন আর কতটা সাড়া ফেলতে পারে। এটি একটি স্পোর্টস তথা রোম্যান্টিক ঘরানার ছবি।
মিস্টার অ্যান্ড মিসেস মাহি সেলেব রিভিউ
এদিন সোহা আলি খান এই ছবির তারিফ করে লেখেন, 'কী দারুণ, ফিল গুড ছবি একটা। এই ছবি বুঝিয়ে দিল জীবনে সব থেকে জরুরি হল আনন্দ।' কুণাল খেমু লেখেন, 'আনন্দ মনে থাকে। ওটা বাইরে পাওয়া যায় না। গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল।' অঙ্গদ বেদি এদিন লেখেন, 'এই দুর্দান্ত ছবিটা সদ্যই দেখলাম। আসল হিরো পিছনে দাঁড়িয়ে থেকেও হওয়া যায়। জাহ্নবী প্রতিটা সিনে নজর কেড়েছে। দুর্দান্ত। অবশ্যই দেখা উচিত।' নীতাংশী গোয়েল অর্থাৎ লাপাতা লেডিজের ফুল এই ছবির প্রশংসা করেন। তিনি লেখেন, 'দারুণ ছবি। কী সুন্দর, সবার অভিনয় কী শক্তিশালী। কী দারুণ।' নেহা ধুপিয়াও এই ছবির প্রশংসা করেছেন।