বাবার স্বপ্ন নাকি নিজের ইচ্ছে কোনটা পূরণ করা উচিত? অনেক সময়ই দেখা যায় বাবা মায়েদের ইচ্ছে পূরণ করতে গিয়েz তাঁদের জেদের কাছে হার মেনে নিজের স্বপ্নপূরণ করা হয় না আর অনেকেরই। কিন্তু যদি কখনও যোজন আবার সুযোগ দেয় তবে? তেমনই এক গল্প বলতে আসছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি। করণ জোহর প্রযোজিত এই ছবিটির ট্রেলার প্রকাশ্যে এল। অভিনয়ে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর।
আরও পড়ুন: আইভরি লেহেঙ্গায় কৌশাম্বি যেন রাজকন্যা, বরের হাত ধরে এলেন রিসেপশনে, কেমন সেজেছিলেন আদৃত?
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ট্রেলার
রবিবার, ১২ মে প্রকাশ্যে এল মিস্টার অ্যান্ড মিসেস মাহির ট্রেলার। গল্পের শুরুতে দেখা যাচ্ছে তাঁদের দুজনেরই নাম এক। কিন্তু আর কিছুই মেলে না। একজন তুমুল বই পড়ে, আরেকজন খবরের কাগজ, ম্যাগাজিনের বাইরে বেরোতে পারেন না। তবে কি সত্যিই দুজনের মধ্যে কোনও মিল নেই? আসলে এই টুকিটাকি জিনিস ছাড়া তাঁদের সবটাই মিলে যায়। জন্মছক থেকে শুরু করে নাম, এমনকি তাঁদের অপূর্ণ স্বপ্নটাও।
এরই মাঝে একদিন হঠাতই রাজকুমার ওরফে মাহি আবিষ্কার করে তাঁর স্ত্রী মাহিও ক্রিকেট ভালোবাসেন। শুধু ভালোবাসেন যে সেটা নয়, দারুণ ক্রিকেট খেলেনও। তখনই তাঁর নিজের অপূর্ণ ইচ্ছে মাথাচাড়া দেয়। ঠিক করে নিজের স্ত্রীকে সে এবার ক্রিকেটার বানাবে। বানাবেই। কিন্তু শেষ পর্যন্ত পারবে কি? সেটা নিয়েই এই ছবি।
মিস্টার অ্যান্ড মিসেস মাহি প্রসঙ্গে
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। শরণ শর্মা এই ছবিটির পরিচালনা করেছেন। আগামী ৩১ মে আসছে এই ছবিটি। প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ, প্রমুখ।