গত ৭ ফেব্রুয়ারি জি ৫-এ মুক্তি পেয়েছে সানিয়া মালহোত্রা অভিনীত ‘মিসেস’। অনবদ্য এই গল্পের ফ্যান হয়ে গেছেন আপামর জনগণ। মাত্র ৫ দিনে রেকর্ড সংখ্যক দর্শক দেখে ফেলেছেন এই সিনেমাটি। এখনও পর্যন্ত কোনও সিনেমা বা সিরিজ জি ফাইভ-এ এই রেকর্ড গড়তে পারেনি।
একজন সাধারন গৃহবধুর জীবন নিয়ে তৈরি হয়েছে একটি গল্প। সিনেমায় এমন একটি মেয়েকে দেখানো হয়েছে যে বিয়ের আগে নিজের নাচের স্বপ্ন নিয়ে বেঁচে থাকত। বিয়ের পরেও সে চেয়েছিল নিজের স্বপ্ন পূরণ করতে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে সে তার স্বপ্ন থেকে অনেকটা দূরে চলে গেছে।
আরও পড়ুন: ৩১ বছর পর আবার বড় পর্দায় আমির-সলমন, কোন সিনেমা রি-রিলিজ করছে?
এত অব্দি ঠিক ছিল, কিন্তু শ্বশুরমশাই এবং স্বামীর খাবারের বায়না মেটাতে মেটাতে রীতিমতো হাঁপিয়ে ওঠে ওই মেয়েটি। সারাদিন রান্নাঘরেই কেটে যায় কিন্তু তারপরেও কারোর মুখে এক ফোঁটা হাসি ফোটাতে পারে না সে। দিনের পর দিন একটি যান্ত্রিক জীবন কাটাতে কাটাতে এক সময় হাঁপিয়ে ওঠে মেয়েটি, চিৎকার করে স্বামীর গায়ে নোংরা জল ছিটিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
সিনেমার শেষ দৃশ্য দেখানো হয়, একদিকে নতুনভাবে সংসার করেছে এবং দ্বিতীয় স্ত্রীও ফের সবার মন জয় করার জন্য চেষ্টা করে চলেছে। অন্যদিকে যে মেয়েটি দিনের পর দিন অত্যাচারিত হচ্ছিল সে আজ নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম। গ্যালারি ভর্তি মানুষের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে সে। খুব সাধারণ কিন্তু অসামান্য প্লটের জন্য মিসেস মাত্র পাঁচ দিনে মন জয় করে নিয়েছে সকলের।
গৃহবধূ নিয়ে তো আগেও অনেক সিনেমা হয়েছে কিন্তু এই সিনেমাটি যেন কোথাও না কোথাও ভীষণ বাস্তব জিনিসটিকে তুলে ধরেছে। সিনেমার ট্রেলার এবং সিনেমা দেখে নিজের জীবনের সঙ্গে এই সিনেমার গল্পকে মেলাতে পেরেছেন বহু মহিলা। বহু বাড়িতে এইভাবে দিনের পর দিন মহিলারা অত্যাচারিত হন, সাহস করে কিছু বলে উঠতে পারে না তারা, এমনই মত মহিলা দর্শকদের।
আরও পড়ুন: ‘পাকিস্তান কোনও পর্যটনকেন্দ্র নয়...’,পড়শি দেশ নিয়ে কেন এমন মত অনিল শর্মার?
আরও পড়ুন: সেক্স বিতর্কের মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ রণবীরের, একে অপরকে করলেন আনফলো
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সিনেমা দ্যা গ্রেট ইন্ডিয়ান কিচেন- এর অনুকরণে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। তবে সানিয়ার অভিনয় এতটাই মানুষের ভালো লেগেছে যে মানুষ, বিশেষ করে মহিলারা বারবার এই সিনেমাটি দেখছেন, দেখাচ্ছেন এবং দেখার জন্য অনুরোধ করছেন।