তারকাদের প্রতি অন্ধ ভক্তির জেরে অনেক সময়ই অনেক কীর্তি করে থাকেন ফ্যানেরা। তবে এবার ম্রুণাল ঠাকুরের এক পুরুষ ভক্ত যে কাণ্ড ঘটিয়েছে, তাতে বেজায় চটলেন নায়িকা। বিষয়টিকে মোটেই ভালোভাবে গ্রহণ করেননি অভিনেত্রী।
এক ভক্ত দীপাবলিতে একটি ভিডিয়ো পোস্ট করেছিল,সেখানে ম্রুণালের পাশে এডিটিং সফটওয়্যার ব্যবহার করে নিজের মুখ লাগিয়ে নেয় সে। অভিনেত্রী সেই পোস্টটিতে মন্তব্য করে ভক্তকে উচিত শিক্ষা দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, এটা মোটেই ‘Cool’ দেখাচ্ছে না। এরপরই ওই ফ্যানকে সবক শেখাতে তৎপর হয়ে উঠে নেটপাড়া। এর জেরে ইনস্টাগ্রাম স্টোরিজে ভিডিয়ো পোস্ট করে ম্রুণাল ভক্তের পাশে দাঁড়িয়ে তাঁকে কটূক্তির হাত থেকে রক্ষা করার প্রয়াসও করেন।
ম্রুণালের মন্তব্য শুরুতে ডিলিট করা হয়
সম্পাদিত ভিডিয়োত দেখা যায়, ম্রুনালের সঙ্গে বাজি ফাটাচ্ছেন ওই ভক্ত। যা দেখে অভিনেত্রী লেখেন, ভাই, আপনি কেন এই মিথ্যে ধারণার মধ্যে বাঁচছেন? আপনি কেন মনে করেন যে আপনি যা করছেন তা দুর্দান্ত? মোটেই তা নয়!' যদিও এই কমেন্টটি মুছে ফেলে অভিযুক্ত অনুরাগী।
‘আমার হৃদয় ভেঙে গিয়েছিল’, বললেন ম্রুনাল
এরপরই ওই ভক্তর দিকে রে রে করে তেড়ে আসে নেটিজেনরা। এবং তাঁকে কটূক্তি করা শুরু করে। কয়েকঘন্টা পরে, অভিনেত্রীর হৃদয় পরিবর্তন হয়, এবং ইনস্টাগ্রাম স্টোরিজে ভিডিয়ো পোস্ট করে ভক্তটির এডিটিং স্কিলের প্রশংসা করেন ম্রুনাল। বলেন,'আশা করি আপনি একদিন ভাল চলচ্চিত্রগুলি সম্পাদনা করবেন! শুভকামনা রইল শুভ দীপাবলি।' নায়িকা আরও বলেন, ‘বন্ধুরা, দয়া করে থামুন? আমি শুধু একটা মন্তব্য করলাম... প্রথমে ভিডিওটি দেখে আমি খুশি হয়েছিলাম যে অন্তত অন্য কারুর সঙ্গে নয়, আমার দীপাবলি ফ্যানের সঙ্গে কাটাচ্ছি! ফের আমি তার অ্যাকাউন্টটি খুললাম এবং আমি দেখতে পেলাম যে তিনি প্রতিটি অভিনেত্রীর সাথে তার ভিডিও সম্পাদনা করেছেন! আমার হৃদয় ভেঙে গেল! আমার খুব দুঃখ পেয়েছিলাম! তবে আমি সত্যিই তার সম্পাদনার দক্ষতায় মুগ্ধ হয়েছি এবং আমি সত্যিই প্রার্থনা করি এবং আশা করি যে তিনি তাঁর দক্ষতার সঠিক প্রয়োগ করবেন! কিন্তু দয়া করে তাকে খারাপ কথা বলবেন না। তার উদ্দেশ্য হয়তো খারাপ ছিল না। তবে আমি আশা করি তিনি আরও হৃদয় ভাঙবেন না!’
আগামিতে ম্রুণালকে অ্যাকশন কমেডি সন অফ সর্দারের সিক্যুয়ালে অজয় দেবগনের সাথে দেখতে পাবেন। এটি পরিচালনা করেছেন বিজয় কুমার অরোরা। বরুণ ধাওয়ানের সঙ্গে ডেভিড ধাওয়ানের কমেডি ছবিতেও রয়েছেন তিনি। ম্রুনাল হুমা কুরেশি অভিনীত পূজা মেরি জান-এও একটি অংশ রয়েছে।