বছরের শুরুতেই ম্রুণাল ঠাকুরের পরিবারের দুঃসংবাদ। প্রিয়জনকে হারালেন অভিনেত্রী। ভাবছেন প্রেমের সপ্তাহে কার মৃত্যুতে শোকে পাথর হয়ে শোকপ্রকাশ করলেন? তাঁর আদরের পোষ্য, বিল্লো। ম্রুণাল এদিন যে পোস্টের মাধ্যমে পোষা বিড়ালের জন্য শোক জ্ঞাপন করেছেন সেখান থেকেই স্পষ্ট তাঁদের দুজনের সম্পর্ক কতটা গভীর ছিল। তিনি তাকে কতটা ভালোবাসতেন। বিগত কয়েক বছর ধরে বিল্লো যে তাঁর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল সেটাও বেশ বোঝা যায়।
কী লেখেন ম্রুণাল ঠাকুর?
এদিন ইনস্টাগ্রামে ম্রুণাল ঠাকুর তাঁর আদরের বিল্লোর জন্য একটি পোস্ট করেন, শোকপ্রকাশ করেন। সেখানেই তিনি তাঁর মা মন্দার ঠাকুরকে ধন্যবাদ জানান এই বিড়ালটিকে তাঁর জীবনে আনার জন্য। জানান কীভাবে ধীরে ধীরে বিড়ালটি তাঁদের পরিবারের অংশ হয়ে উঠেছিল।
অভিনেত্রী তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমাদের মনে হয়েছিল ওকে আমরা অ্যাডপ্ট করেছি। কিন্তু আদতে ও আমাদের বেছে নিয়েছিল। কী দারুণ এক আশীর্বাদ ছিল ও। আমাদের পরিবারের হৃদয় হয়ে উঠেছিল নিমেষে। ওর আদর, জড়িয়ে ধরা, চুমু আমার দিন ভালো করে দিত।'
একই সঙ্গে এদিন ম্রুণাল ঠাকুর জানান তাঁর আদরের পোষ্য তাঁকে কী কী শিক্ষা দিয়েছেন। বা কতটা নিবিড় ছিল তাঁদের সম্পর্ক। সেই বিষয়ে তিনি বলেন, 'তুমি আমাদের শিখিয়েছিলে যে কীভাবে অনুভূতিদের মোকাবিলা করতে হয়, কীভাবে বিনা শর্তে ভালোবাসতে হয়, বর্তমানে বাঁচতে হয়।' পরিশেষে ম্রুণাল লেখেন 'শান্তি থেকো আদরের বিল্লো। তুমি হয়তো চলে গেলে, কিন্তু তোমায় কখনই ভুলব না। তুমি সবসময়ই আমাদের পরিবারের পিলার হয়ে থাকবে। তোমার স্মৃতিরা আমাদের উৎসাহ দেবে জীবনকে পুরোদমে উপভোগ করার, বাঁচার। মাউ মাউ, আই নাভ ইউ।' ফলে এখন থেকেই বোঝা যায় বিল্লো তাঁর কতটা আদরের ছিল।
আরও পড়ুন: মদ-তামাকের থেকেও ক্ষতিকর চিনি, দাবি নাগা চৈতন্যের! সামান্থার প্রাক্তন বললেন, ‘পুরো বিষের মতো…’
প্রসঙ্গত ম্রুণাল ঠাকুরকে আগামীতে পূজা মেরি জান ছবিতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করেছেন নবজ্যোত গুলাটি।