অনন্ত রাধিকার বিয়ের বাকি আর মাত্র একটা দিন। তার আগে অ্যান্টিলিয়ায় জমে উঠেছে তাঁদের বিয়ের প্রাক বিবাহ অনুষ্ঠান। ইতিমধ্যেই গায়ে হলুদ থেকে শুরু করে সঙ্গীত, গ্রহ শান্তি পুজো, গরবা অনুষ্ঠান সবই সম্পন্ন হয়েছে। আম্বানিদের বিয়েতে বলিউড থেকে শুরু করে ক্রিকেট দুনিয়ার নামি দামি ব্যক্তিরা আমন্ত্রিত। ব্যাড যাননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। এদিন তাঁকে তাঁর স্ত্রী সাক্ষী ধোনির হাত ধরে প্রবেশ করতে দেখা যায় অনুষ্ঠানে।
অনন্ত রাধিকার বিয়েতে ধোনি এবং সাক্ষী
সম্প্রতি অনন্ত রাধিকার বিয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্ত্রী সাক্ষীর হাত ধরে প্রবেশ করছেন মাহি। তাঁর হাতে ধরা রয়েছে স্ত্রীর ফোনও। বিয়ে বাড়িতে ঢুকেই পরিচিতদের সঙ্গে কথা বলে তাঁরা পোজ দেন পাপারাৎজিদের জন্য।
এদিন সাক্ষী ধোনির পরনে ছিল একটি মফ রঙের আনারকলি। অন্যদিকে ধোনি পরেছিলেন কালো কুর্তা এবং পায়জামা। হাসিমুখে তাঁদের এদিন ছবির জন্য পোজ দিতে দেখা যায়।
প্রসঙ্গত কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া অনন্ত রাধিকার সঙ্গীতে সলমন খান, রণবীর সিং, হৃতিক রোশন, হার্দিক পান্ডিয়ার সঙ্গে ড্যান্স ফ্লোর মাতাতে দেখা যায় মাহিকেও। এমনকি এদিন ভারতীয় ক্রিকেট দলকে সম্মান জানায় আম্বানি পরিবার। টি২০ বিশ্বকাপ জেতার জন্য রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবকে মঞ্চে ডেকে তাঁদের সঙ্গে নাচ করে আম্বানি পরিবার। তখনই মুকেশ আম্বানির কথায় উঠে আসে ধোনির নেতৃত্বে জেতা ২০১১ এবং ২০০৭ সালের বিশ্বকাপ জয়ের কথাও।
আরও পড়ুন: টাইমস স্কোয়ারে সামনে সুরঙ্গনার ঠোঁটে ঠোঁট রাখলেন ঋদ্ধি, ভাইরাল ছবি দেখে কী লিখলেন সৃজিত?
আরও পড়ুন: নতুন মোড় সোহম-রেস্তোরাঁ কাণ্ডে! পুলিশের কাছে নেই ঘটনার সিসিটিভি ফুটেজ!
অনন্ত রাধিকার বিয়ের প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট আগামী ১২ জুলাই বিয়ে করবেন। আগামী শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসবে তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
ইতিমধ্যেই তাঁদের দুটো প্রিওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ ধরে। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।