ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বর্তমানে পরিবারের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সমুদ্রের নোনা জল, বালিতে কাটছে তাঁদের দিন। আর সেই ট্রিপের একগুচ্ছ ছবি এদিন গাবরা তাঁদের মেয়ে জিভার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। বর্তমানে ফুকেটে রয়েছেন তাঁরা।
আরও পড়ুন : 'ঈশ্বর যখন সমস্যায় ফেলেন...' তুঙ্গে যিশুর সঙ্গে বিচ্ছেদের চর্চা, হঠাৎই ১২ বছর পুরোনো ইঙ্গিতবহ পোস্ট শেয়ার নীলাঞ্জনার
ধোনির থাইল্যান্ড ট্রিপ
জিভা ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এদিন তাঁদের সমুদ্রের জলে জলকেলি থেকে শুরু করে সূর্যাস্ত দেখা, ট্রিপের নানা মুহূর্তের ছবি পোস্ট করা হয়। বলাই বাহুল্য, জিভার নামে প্রোফাইল হলেও এটি হ্যান্ডেল করে তার মা সাক্ষী ধোনি। সেই কথা জিভার প্রোফাইলেও লেখা আছে যে এই অ্যাকাউন্ট তাঁর মা এবং বাবা মিলে চালান। বর্তমানে জিভার প্রায় ২.৮ মিলিয়ন ফলোয়ার আছে।
আরও পড়ুন : চ্যানেলের সঙ্গে ফেডারেশনের সংঘাতের জের! একসঙ্গে বন্ধ ৩ নতুন ধারাবাহিকের শ্যুটিং, কী নিয়ে সমস্যা?
জিভার প্রোফাইল দিয়ে যে ছবিগুলো পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ধোনি আধ গলা সমুদ্রের জলে ডুবে। ঢেউয়ে স্নান করছেন। সৈকতে দাঁড়িয়ে জিভা। এই ছবি এবং ভিডিয়ো পোস্ট করে সে ক্যাপশনে লেখে, ‘বিচ ডে।’
আরেকটি পোস্টে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে বসে আছে জিভা। মন ভরে সূর্যাস্ত দেখছে। বাদ দেয়নি সেখানকার স্থানীয় নাচ দেখতেও।
আরও পড়ুন : কপ ইউনিভার্সের পর এবার রোহিতের ছবিতে মুখোমুখি চুলবুল পান্ডে ও সিংঘম? অজয় দেবগন বললেন...
ধোনির খেলা সম্পর্কে
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংস আগামী আইপিএলের জন্যও ধরে রাখল। আনক্যাপড খেলোয়াড় হিসেবে তাঁকে ৪ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে এই দল। এই দলের অন্যান্য খেলোয়াড় হিসেবে এবারও থাকবেন রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, ঋতুরাজ, প্রমুখ।
আরও পড়ুন : সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে গরমিল করেছেন AIIMS -এর চিকিৎসক? বিস্ফোরক দাবি সলমনের প্রাক্তন সোমির