‘Let’s get married’ যার বাংলা করলে দাঁড়ায় 'এবার বিয়েটা সেরে ফেলা যাক'…। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকাল সকাল টুইটারে এমনটাই ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মুখে এমন কথা শুনে অনেকেই হকচকিয়ে যান। ধোনি হঠাৎ বিয়ের কথা কেন বলছেন। স্ত্রী সাক্ষী ধোনির সঙ্গে তবে কি কিছু সমস্যা? এসব নানান কথা ভেবে নেটনাগরিকরা মুখ চাওয়া চাওয়ি করতে শুরু করেন।
কিন্তু ঘটেছে টা কী? মহেন্দ্র সিং ধোনি আবারও কেন বিয়ের কথা বলেছেন?
তাহলে একটু খোলসা করেই বলা যাক, গত বছরই ক্রিকেটার ধোনি প্রযোজক হিসাবে আবির্ভূত হওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, স্ত্রী সাক্ষী ধোনির সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন, যার নাম ধোনি এন্টারটেইনমেন্ট। সামনে এসেছিল সংস্থার লোগ। এবার নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবির কথা ঘোষণা করে দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আর সেই ছবির নাম হলে 'লেটস গেট ম্যারেড'। তবে ধোনি প্রযোজিত প্রথম ছবিটিই দক্ষিণী ছবি হতে চলেছে। মূলত তামিল ভাষায় তৈরি হবে এই ছবি। যা হিন্দি এবং তেলগু, কন্নড় সহ আরও একাধিক ভাষায় ডাব করা হবে। এই ছবিতে অভিনয় করতে চলেছেন হরিশ কল্যাণ, নাদিয়া, ইভানা, যোগী বাবুর মতো দক্ষিণী তারকারা। ২৫ সেকেন্ডের একটি টিজারে গ্রাফিক্সের মাধ্যমে ছবির কথা ঘোষণা করা হয়েছে। যেখানে জঙ্গলে ঘেরা একটি রাস্তার মধ্যে দিয়ে একটি বাসকে এগিয়ে যেতে দেখা গিয়েছে। সঙ্গে পাখি উড়ে যাওয়ার দৃশ্য, সমুদ্র সবই দেখানো হয়েছে। প্রযোজক হিসাবে ফুটে উঠেছে সাক্ষী ধোনির নাম। ছবির ‘Let’s get married’-এর গল্প লিখেছেন রমেশ থামিলমানি, যিনি কিনা গ্রাফিক নভেল অথর্ব : দ্য অরিজিন-এর লেখক। যেখানে ধোনিকে সুপার হিরো হিসাবে দেখানো হয়েছিল।
ছবি নিয়ে ধোনির প্রযোজনা সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিলনাড়ু মানুষের সঙ্গে ধোনির একটা সুন্দর সম্পর্কের রসায়ণ রয়েছে, সেকথা মাথায় রেখেই মহেন্দ্র সিং ধোনি তাঁর প্রথম ছবিটি তামিল ভাষায় বানাতে চলেছেন। সূত্রের খবর, স্ত্রী সাক্ষী ধোনির সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকের সম্পর্কই ভালো, মূলত তাঁর ইচ্ছাতেই এই প্রযোজনা সংস্থা খুলেছেন ধোনি।
তবে ‘Let’s get married’-এর শ্যুটিং কবে শুরু হবে, কবে মুক্তি পাবে, তা এখনও স্পষ্ট নয়। কানাঘুষো শোনা যাচ্ছে, ছবিতে ছোট্ট চরিত্র অভিনয় করতে পারেন ধোনি।