বলিউডের দুই বড় তারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে পিছনে ফেলে রেকর্ড নম্বর নিয়ে এন্ড্রোরসমেন্টের শীর্ষ তালিকায় রয়েছেন এই তারকা। কী ভাবছেন তিনি কোনও অভিনেতা? না না একবারেই না, তিনি একজন ক্রিকেটার। চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সত্ত্বেও এখনও তাঁর ফেস ভ্যালু সমান গুরুত্ব রাখে। এখানে কার কথা বলা হচ্ছে আন্দাজ করতে পেরেছেন কি? তিনি হলেন এমএস ধোনি। এখনও তিনি সকলের চোখের মণি।
২০২৪ সালের প্রথমার্ধে ব্র্যান্ড অনুমোদনের ক্ষেত্রে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের মতো বলিউডের বড় মাপের তারকাদের ছাড়িয়ে গিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিলসেন এবং ইউকে কান্তারের যৌথ উদ্যোগ TAM মিডিয়া রিসার্চ দ্বারা প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের মাধ্যমে এই খবর প্রকাশ্যে এসেছে।
ধোনি সম্প্রতি ইউরোগ্রিপ টায়ার্সের ফেস হয়ে উঠেছেন। তাছাড়াও তিনি গাল্ফ অয়েল, ক্লিয়ারট্রিপ, মাস্টার কার্ড, সিট্রোয়েন, লে'স এবং গারুদা অ্যারোস্পেসের মতো অন্যান্য বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।
রিপোর্ট অনুযায়ী, ধোনি ২০২৪ সালের প্রথমার্ধে ৪২টি ব্র্যান্ড ডিল পেয়েছিলেন৷ সেখানে অমিতাভ বচ্চনের ঝুলিতে ছিল ৪১ টি ব্যান্ড এন্ড্রোরসমেন্টে এবং শাহরুখের ধোনির থেকে থেকে ৮টি কম ব্যান্ড ডিল ছিল৷
আরও পড়ুন: ছেলে-বরের নামে মৃত্যু-হুমকি, সালমার ৮৩ বছরের জন্মদিন এক হল খান পরিবার! সলমন কি এলেন?
প্রসঙ্গত, আজকাল মাঠে খুব একটা দেখা যায় না তাঁকে। শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আই পি এল -এ তাঁকে এখন দেখা যায়। ধোনি ‘চেন্নাই সুপার কিংস’ -এর হয়েই শেষ কয়েক বছর ধরে মাঠে নামছেন। আইপিএল একটি নতুন নিয়ম চালু করেছে, যার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলি আনক্যাপড বিভাগে খেলোয়াড়দের ধরে রাখাতে পারবে। সেই অনুযায়ী আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে, ৪৩ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ককে একটি আনক্যাপড খেলোয়াড় হিসাবে 'চেন্নাই সুপার কিংস' ধরে রেখেছে।
আরও পড়ুন: 'বাদ মদ-মাংস' ইন্দোর কনসার্টে বজরং দলের নিষেধাজ্ঞা মেনে নিলেন দিলজিৎ
আইপিএল ২০২৫ -এর আগে তাঁকে 'চেন্নাই সুপার কিংস' ভারতীয় মুদ্রায় ৪ কোটি টাকা দিয়েছেন নিজেদের দলে রেখেছে। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংস' -এর পঞ্চম বার আইপিএল জয়ের পর ধোনি CSK-এর অধিনায়ক পদ থেকে সরে যান। ঋতুরাজ গায়কওয়াড় তাঁর পরিবর্তে অধিনায়ক হন। তবে কেবল ধোনি নয়, তাঁর সঙ্গে গায়কওয়াড়, রবীন্দ্র জাদেজা , মাথিশা পাথিরানা এবং শিবম দুবেকেও চেন্নাই সুপার কিংস ধরে রেখেছে।