আইপিএলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তবে ক্রিকেট থেকে আপতত দূরে এমএস ধোনি। সপরিবারে উত্তরাখণ্ডের হৃষিকেষে ছুটি কাটাচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটান সিএসকে-র তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। আরও পড়ুন-মমতার নির্দেশের পরেও তৈরি হয়নি কমিটি! ফেডারেশনের ‘দাদাগিরি’ রুখতে আইনি পথে পরিচালকদের সংগঠন
ধোনির রসিক মেজাজ কারুর অজানা নয়। সময়-সুযোগ পেলে ডান্স ফ্লোরও জমিয়ে দেন তিনি। আপতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো, সেখানে দেখা গেল উত্তরাখণ্ডের পাহাড়ি লোকশিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন ধোনি এবং তাঁর স্ত্রী। হোটেলের অন্দরেই চলছিল নাচা-গানা। এমনিতে ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই পসন্দ ধোনির। কিন্তু সোশ্যাল মিডিয়ার সুবাদে তাঁর ডান্সের জলওয়া ফের সামনে চলে এল ভক্তদের।
ভিডিয়োর শুরুতে দেখা গেল পাহাড়ি ফোক গানের তালে স্টেপ ম্যাচ করছেন ধোনি। এরপর ভাইরাল গুলাবি শারারা গানের তালে নাচতে দেখা গেল মাহি ও সাক্ষীকে। উত্তরাখণ্ডের লোকশিল্পী ইন্দর আর্যের জনপ্রিয় গান এটি। ইনস্টাগ্রাম রিলের ছড়াছড়ি এই গানে, ভাইরাল ট্রেন্ড থেকে দূরে থাকলেন না ধোনিও।
দেখুন সেই ভিডিয়ো:
ধোনির নাচের এই ভিডিয়ো হু হু করে ভাইরাল। ফ্যানেরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। একজন লেখেন, ‘থালার ম্যাজিক সর্বত্র’। আরেকজন লেখেন, ‘এই কারণেই ধোনি স্পেশ্যাল। কেমন সবার সঙ্গে মিশে যেতে পারেন’। আরেক নেটিজেন লেখেন, ‘জীবনের সবক্ষেত্রেই ক্যাপ্টেন কুলের আন্দাজ কুল’।
২০১০ সালে ভালোবেসে সাক্ষীকে বিয়ে করেন ধোনি। কলকাতার মেয়ে সাক্ষী, সেইসূত্রে বাংলার জামাই এমএস। বাংলার সঙ্গে নিবিড় যোগ রয়েছে মাহির। ক্রিকেটার হিসাবে তাঁর উত্থানের আগে খড়গপুর স্টেশনে টিকিট পরীক্ষের কাজও করেছেন তিনি।
আরও পড়ুন-চোখ গোল গোল, মুখ হাঁ! আম্বানির বিয়ের খাবার খেয়ে এ কী হল ধোনি-কন্যা জিভার
কলকাতার তাজ হোটেলে ধোনির সঙ্গে আলাপ হয়েছিল সাক্ষীর। সেইসময় হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ইন্টার্নশিপ করছিলেন সাক্ষী। পরে ধোনির গলাতে মালা দেন এই সুন্দরী। বয়সে মাহির চেয়ে অনেকটাই ছোট তিনি। সাক্ষীর জন্ম ১৯৮৮ সালের নভেম্বরে। ওদিকে ধোনি জন্মেছেন ১৯৮১ সালে। বউয়ের চেয়ে প্রায় ৭ বছরের বড় ধোনি। তাঁদের একমাত্র কন্যা সন্তান জিভা ধোনি।
৪৩-এর গণ্ডি পার করেও আইপিএলের নতুন মরসুমে চেন্নাই সুপারকিংসের হয়ে ময়দান কাঁপাতে তৈরি ধোনি। আইপিএলের সবচেয়ে ‘বুড়ো’ ক্রিকেটার তিনি। তবে বুড়ো হাড়ের ভেল্কি দেখাতে রেডি তিনি।