বাংলা নিউজ > বায়োস্কোপ > সিগারেটে সুখটান ধোনির বউ সাক্ষীর! এক নায়িকার পোস্ট থেকে সামনে এল ছবি, তুমুল ভাইরাল

সিগারেটে সুখটান ধোনির বউ সাক্ষীর! এক নায়িকার পোস্ট থেকে সামনে এল ছবি, তুমুল ভাইরাল

এমএস ধোনির স্ত্রী সাক্ষীর সিগারেট খাওয়া নিয়ে চর্চা সোশ্যালে।

গ্রিসে ছুটি কাটাতে গিয়েও শান্তি নেই। ধূমপানরত সাক্ষী ধোনির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমএস ধোনির স্ত্রীকে নিয়ে রীতিমতো চর্চা সোশ্যাল মিডিয়াতে।

মহেন্দ্র সিং ধোনি-র স্ত্রী সাক্ষী ধোনির কিছু ফোটো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে তাঁকে সিগারেটে আগুন ধরাতে দেখা যাচ্ছে। গ্রিসে ছুটি কাটানোর সময় সাক্ষী ধরা পড়লেন ক্যামেরায়। বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না তাঁর সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছিলেন। আর সেখান থেকেই নেটিজেনদের নজরে চলে আসে সাক্ষীকে। সিগারেট ধরাতে দেখতে পাওয়া যায়।

ফটোগুলি থেকে স্পষ্ট যে, সাক্ষী ও করিশ্মা গ্রিসের মনোরম পরিবেশে একসঙ্গে সময় কাটাচ্ছেন। তবে ধোনির স্ত্রীকে সিগারেট জ্বালাতে দেখে অনলাইনে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। করিশ্মা যিনি ইনস্টাগ্রামে ফোটোগুলি পোস্ট করেছেন, তিনি সাক্ষীর সঙ্গেও সেলফি শেয়ার করেছেন।

আরও পড়ুন: ‘আমরা তো রাস্তায় হিসু করি…’! আরজি কর নিয়ে গোটা রাত ধর্না, সকালে পোস্ট স্বস্তিকার

তবে এই প্রথম নয়, যখন সাক্ষীর ধূমপানের ছবি নিয়ে এত চর্চা। এর আগে অনলাইনে ভাইরাল হয়েছিল একটি ছবি। যা ছিল সাক্ষীর কলেজের সময়ের। সেখানেও তাঁর ধূমপান নিয়ে এই একইরকম চর্চা হয়েছিল। এখানেই শেষ নয়, মাঝে ধোনিকে এক পার্টিতে হুক্কা খেতে দেখেও, একইভাবে সমালোচনায় সামিল হয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও ছবিগুলি অনলাইনে প্রচারিত হওয়ার পর, সাক্ষী বা এমএস ধোনি কেউই কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: ছাঁটতে হবে বিতর্কিত দৃশ্য়, সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় আটকে গেল এমার্জেন্সি!

তবে বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন ক্যাপ্টেন কুল। একইকম ভাবনা সাক্ষীরও। সোশ্যাল মিডিয়াতেও খুব কম পোস্ট করেন। ধোনি, যার বর্তমানে বয়স হয়েছে ৪৩, সমস্ত ধরনের আন্তর্জাতিক কেরিয়ার থেকে অবসর নিয়েছেন। শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন। ২০২৪ সালের আইপিএলের পর অনেকেই ভেবেছিলেন অবসর নেবেন ধোনি। যদিও তিনি এই মর্মে সেরকম কোনও ঘোষণা এখনও করেননি।

আরও পড়ুন: ‘এই নির্লজ্জ কমেডির আগে…’! আরজি কর নিয়ে কাঞ্চনকে আক্রমণ সুদীপ্তার, করলেন ‘ত্যাগ’

এদিকে সাক্ষী গত বছর সিনেমা প্রযোজনায় নেমেছেন। যাতে সঙ্গ দিয়েছেন ধোনি নিজেও। সিনেমা প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর উদ্বোধন করেন তাঁরা গত হছর জুলাই মাস নাগাদ। সংস্থার প্রথম ছবিটি ছিল তামিল ভাষায়। দক্ষিণী পরিচালক রমেশ থামিল মনির পরিচালনায় এই ছবিটির নাম ‘লেটস গেট ম্যারেড’। ছবিতে অভিনয় করতে চলেছেন নাদিয়া, যোগী বাবু এবং মির্চি বিজয়। ৮ কোটির ব্যবসা করেছিল এই সিনেমা। 

বায়োস্কোপ খবর

Latest News

‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে? করাচি এয়ারপোর্টের বাইরেই ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ চিনা, চটে লাল বেজিং, হাত বালোচদের পুজোর প্রেম ছাদনাতলা পর্যন্ত যাবে নাকি তার আগেই ভাঙবে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.