বাংলা নিউজ > বায়োস্কোপ > MTV Hustle 2.0: ‘ভারতের পরবর্তী র‌্যাপ ভয়েস’, এমসি স্কোয়ারের জয়ে মুগ্ধ বাদশা

MTV Hustle 2.0: ‘ভারতের পরবর্তী র‌্যাপ ভয়েস’, এমসি স্কোয়ারের জয়ে মুগ্ধ বাদশা

রিয়ালিটি শো ‘হাসল ২.০’-এর বিজয়ী এমসি স্কোয়ার

MC Square wins MTV Hustle: ইন্ডিয়ার প্রথম ব়্যাপ রিয়ালিটি শো ‘হাসল ২.০’। এমটিভি ‘হাসল ২.০’র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী এমসি স্কোয়ার ওরফে অভিষেক বাইসলা। তিনি এই সিজন বিজয়ী। তাঁর ভূয়সী প্রশংসা করেছেন বিচারক বাদশা।

এমটিভির রিয়ালিটি শো ‘হাসল ২.০’-এর বিজয়ী এমসি স্কোয়ার। তাঁর আসল নাম অভিষেক বাইসলা। ফাইনালে ফাটাফাটি ব়্যাপ করে চার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শীর্ষ স্থান দখল করেন তিনি। 

অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে পর্ব MTV-তে সম্প্রচারিত হয়। রবিবার রাতে ভুত-এ ও প্রচারিত হয়। এমটিভি ‘হাসল ২.০’র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী এমসি স্কোয়ার ওরফে অভিষেক বাইসলা।

অভিষেক এবং বাকি চারজন ফাইনালিস্ট- তানিষ্ক সিং ওরফে প্যারাডক্স; অক্ষয় পূজারি ওরফে গ্র্যাভিটি; শুভম পাল ওরফে স্পেকট্রা; এবং নিহার হোদাওয়াদেকর ওরফে নাজ- মঞ্চে আগুন ঝরানো পারফর্ম্যান্স করেন। অনুষ্ঠানের বিচারক বাদশাহ, ইক্কা সিং এবং স্কোয়াড বস ডি এমসি, ইপিআর, ডিনো জেমস এবং কিং এর সঙ্গে মিউজিক্যাল পারফরম্যান্সের জন্য যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন: ভেন্টিলেশনের বাইরে, চলছে ‘স্টিমুলেটিং থেরাপি’, এখন কেমন আছেন ঐন্দ্রিলা শর্মা

বিজয়ীর ট্রফি হাতে নিয়ে নিজের জয় প্রসঙ্গে এমসি স্কোয়ার বলেেছেন, ‘ছোট থেকেই তারকা হওয়ার স্বপ্ন দেখতাম। এবার মাকে গর্ব করে বলতে পারব আমি ওদের মধ্যে একজন। MTV Hustle 2.0-কে ধন্যবাদ। আমার স্বপ্ন পূরণ হল।'

এমসি স্কোয়ারের জয় প্রসঙ্গে বিচারক বাদশা বলেছেন, ‘টেলিভিশনের এই রিয়ালিটি শো কাঁচা প্রতিভা এবং পেশাদার গ্রুমিংকে এক জায়গায় এনে, র‌্যাপ মিউজিককে অন্য জায়গা দিয়েছে। আমাদের সমস্ত প্রতিভাবান প্রতিযোগী তাঁদের গল্প বলে এবং প্রতিভার মাধ্যমে প্রত্যেক সপ্তাহে অবাক করেছে।' বিশেষ করে অভিষেকের প্রশংসা জনপ্রিয় র‌্যাপার যোগ করেছেন, ‘অভিষেক নিঃসন্দেহে পরবর্তী র‌্যাপ ভয়েস হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ভারতীয় হিপ-হপ সম্প্রদায় এমনই একজনকে খুঁজছিল। ওর জন্য খুব খুশি আমি।’

ইন্ডিয়ার প্রথম ব়্যাপ রিয়ালিটি শো ‘হাসল ২.০’। দেশের নানান প্রান্তের ব়্যাপাররা এই শো-তে অংশ গ্রহণ করেছেন, এবং ব়্যাপ ব্যাটেলে অংশ নিয়েছেন। রবিবারই এই রিয়ালিটি শো-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে এবং ট্রফি জিতেছেন এমসি স্কোয়ার। মিউজিক জগতের বাইরের তারাকারা, যেমন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, গওহর খান, ইশান খট্টর, রিতেশ দেশমুখ, নার্গিস ফাকরি, তন্ময় ভাট এবং চিত্রাঙ্গদা সিং-এর মতো সেলিব্রিটিরাও ইনস্টাগ্রাম এবং টুইটারে তাঁদের প্রিয় প্রতিযোগীদের নিয়ে পোস্ট করেছেন।

বন্ধ করুন