পৃথিবীতে অনেক অ্যাকশন দেখানো হয়েছে। তাতে নিশ্চয়ই মন ভরে গিয়েছে হলিউড সুপারস্টারের। তাই এবার তিনি চলেছেন মহাকাশে। সেখানেই নানা রকম স্টান্ট-বাজি করতে দেখা যাবে তাঁকে। এই সুপারস্টার আর কেউ নন, স্বয়ং টম ক্রুজ।
যা শোনা যাচ্ছে, তাতে এর পরে তাঁকে নিয়ে এমন এক ছবির শ্যুটিং হতে চলেছে, যেখানে মহাকাশে বেশ কিছুটা অংশের শ্যুটিং হবে। মহাকাশে বলতে অবশ্য একেবারে খোলা আকাশে নয়, আন্তর্জাতিক স্পেস স্টেশনে এই ছবির কিছুটা অংশের শ্যুটিং হবে। আর সেখানে কোনও বডি ডাবল নন, স্বয়ং অভিনেতা নিজেই নিজের চরিত্রের জন্য অভিনয় করবেন।
যত দূর জানা গিয়েছে, তাতে বিষয়টি নিয়ে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে। যে ফিল্ম কোম্পানি এই ছবিটি তৈরির কথা ভাবছে, তাদের প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এর আগে টম ক্রুজই তো আমাদের পর্দায় মহাকাশে নিয়ে গিয়েছিলেন। এবার হয়তো সত্যিই তাঁকে নিজেকেও মহাকাশে গিয়ে অভিনয় করতে হবে।’
ইতিমধ্যেই ছবির প্রস্তুতি বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। সব যদি ঠিকঠাক চলে, তাহলে বিজ্ঞানী বা গবেষক বাদ দিয়ে এই প্রথম বিজ্ঞানচর্চার সঙ্গে সরাসরি যুক্ত নন এমন কোনও সাধারণ নাগরিক মহাকাশে যাওয়ার এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনে হাঁটাহাঁটির সুযোগ পাবেন। তাঁকে রকেটে করে পৃথিবী থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হবে বলে শোনা গিয়েছে। শুধু তাই নয়, তিনিই প্রথম অভিনেতা যিনি পৃথিবীর বাইরে গিয়ে সিনেমার শ্যটিং করবেন। তাই সব মিলিয়ে রীতিমতো উচ্ছ্বসিত বিনোদন মহল।
দুঃসাহসিক নানা ধরনের স্টান্ট নিজেই করার জন্য টম ক্রুজ এমনিতেই খুব জনপ্রিয়। কিন্তু সেগুলি ছিল এক রকম। এক্ষেত্রে বিষয়টি অন্য রকম মাত্রা পেতে চলেছে। কারণ এক্ষেত্রে গোটা বিষয়টি খুব বেশি মানুষের উপস্থিতিতেও করা সম্ভব নয়। কারণ বিরাট দলবল নিয়ে মহাকেশ শ্যুটিং করতে যাওয়ার কোনও প্রশ্ন নেই। তাই এটি হলিউড সুপারস্টারের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করছেন অনেকে।
সব কিছু ঠিকঠাক চললে এই বছরেই ছবির প্রাথমিক শ্যুটিং শুরু হয়ে যেতে পারে বলে শোনা গিয়েছে। তবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে টম ক্রুজ কবে যাবেন, কত দিন সেখানে থাকতে হবে, কত ক্ষণের শ্যুটিং— এই সব বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি। কয়েক মাসের মধ্যেই বিষয়টি পাকা হবে বলে জানা গিয়েছে।