বাংলা নিউজ > বায়োস্কোপ > 'মুঘল-এ-আজম' থেকে 'দেবদাস', ফিরে দেখা 'ট্র্যাজেডি কিং'-এর পাঁচ দশকের 'মশাল'

'মুঘল-এ-আজম' থেকে 'দেবদাস', ফিরে দেখা 'ট্র্যাজেডি কিং'-এর পাঁচ দশকের 'মশাল'

'মুঘল-এ-আজম' ছবির সেই বিখ্যাত দৃশ্যে দিলীপ কুমার ও মধুবালা। (ছবি সৌজন্যে - ফেসবুক)

বুধবার সকালে প্রয়াত হলেন ভারতীয় কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বয়স হয়েছিল ৯৮। প্রায় ছয় দশকের কেরিয়ারে তাঁর অভিনীত বেশ কয়েকটি ছবি পেয়েছে 'কালজয়ী'-র তকমা।

ভারতীয় ছবির ইতিহাসে কেবল একজন দিলীপকুমার-ই ছিলেন। একজনই থেকে যাবেন। স্বতঃস্ফূর্ত অভিনয়ের সঙ্গে তাঁর 'পজ' দিয়ে সংলাপ উচ্চারণের কায়দায় মুগ্ধ হয়েছিল প্রজন্মের পর প্রজন্ম। প্রায় ছয় দশকের কেরিয়ারে তাঁর অভিনীত বেশ কয়েকটি ছবি পেয়েছে 'কালজয়ী'-র তকমা। জায়গা করে নিয়েছে ভারতীয় ছবির ইতিহাসের পাতায়। আসুন, ফিরে দেখা যাক প্রয়াত এই কিংবদন্তির 'দৌড়'-এর দিকে।

১৯৪৪-১৯৬০: ১৯৪৪ সালে 'জোয়ার ভাঁটা' ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ দিলীপ কুমারের। কিন্তু একেবারেই চলেনি সেই ছবি। প্রথম হিট ছবি 'জুগনু' পেতে অপেক্ষা করতে হয়েছিল আরও তিন বছর। তারপরে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। 'মেলা','আন্দাজ','দিদার' একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ১৯৫৫-এ 'দেবদাস' সৃষ্টি করল ইতিহাস। পাঁচের দশকে রাজ কাপুর এবং দেব আনন্দের সঙ্গে চোখে চোখ রেখে পাল্লা দিতে পেরেছিলেন একমাত্র দিলীপ কুমার।

দিলীপ কুমার।
দিলীপ কুমার।

১৯৬০-১৯৭০: সালটা ১৯৬০। বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল 'মুঘল-এ-আজম'। এই ছবির সুবাদেই চিরকালের জন্য ভারতীয় সিনেমার ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিলেন 'দিলীপ সাব'। ছবিতে 'রাজপুত্র সেলিম' এর চরিত্রে তাঁর তুখোড় অভিনয় আজন্মকাল মনে রেখে দেবেন দর্শকের দল। ২০০৮ সাল পর্যন্ত এই ছবি বলিউডের ইতিহাসে লাভের অঙ্কের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল!  ১৯৬১ সালে নিজের প্রযোজনায় 'গঙ্গা যমুনা' ছবিতে অভিনয় করেছিলেন। নিজের প্রযোজনায় তৈরি সেটাই তাঁর প্রথম ও শেষ ছবি। এই দশকেই একাধিক হলিউড ছবির প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ১৯৬৭ সালে পর্দায় প্রথমবার দ্বৈত চরিত্রে হাজির হলেন 'দিলীপ সাব'। ছবির নাম 'রাম অওর শ্যাম'।

'ট্র্যাজেডি কিং'। (ছবি সৌজন্যে - রয়টার্স)
'ট্র্যাজেডি কিং'। (ছবি সৌজন্যে - রয়টার্স)

১৯৭০-১৯৮০: সাতের দশক মোটেই আহামরি যায়নি এই বিখ্যাত অভিনেতার। ততদিনে বয়স থাবা বসানো শুরু করেছে। রাজেশ খান্না, অমিতাভের মতো নতুন বলি-অভিনেতাদের ব্রিগেড জাঁকিয়ে বসে পড়েছে বলিউডে। 'বৈরাগ' সহ একাধিক ছবি ফ্লপ করলে ১৯৭৬-১৯৮১ পর্যন্ত সাময়িকভাবে অভিনয় থেকে 'ব্রেক' নিয়েছিলেন তিনি।

 

'কর্মা' ছবির একটি দৃশ্যে অনুপম খেরের সঙ্গে দিলীপ কুমার। (ছবি সৌজন্যে - ফেসবুক)
'কর্মা' ছবির একটি দৃশ্যে অনুপম খেরের সঙ্গে দিলীপ কুমার। (ছবি সৌজন্যে - ফেসবুক)

১৯৮০-১৯৯০: ১৯৮১ সালে রীতিমতো সাড়া জাগিয়ে ফিরে আসেন দিলীপ কুমার। সৌজন্যে, 'ক্রান্তি'। অমিতাভ,বিনোদ,ঋষির মতো নয়া প্রজন্মের সুপারহিট তারকারা থাকলেও 'মশাল','শক্তি','বিধাতা','কর্মা' প্রভৃতি ব্লকব্লাস্টার ছবিতে নিজের অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে তিনি বুঝে যান দর্শকদের কাছে আজও 'দিলীপ ম্যাজিক' অটুট।

১৯৯০-২০০০: ১৯৯১ সালে আরও এক বর্ষীয়ান অভিনেতা রাজ কুমারের সঙ্গে সুভাষ ঘাই পরিচালিত 'সওদাগর' ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বলাই বাহুল্য সে ছবিও বক্স অফিসে পেয়েছিল সুপারহিটের তকমা। এরপর ১৯৯৬ সালে'কলিং' ছবির মাধ্যমে নিজের পরিচালক সত্বাকে প্রকাশ করতে চেয়েছিলেন এই কিংবদন্তি অভিনেতা। কিন্তু শেষমেশ তাঁর সেই ইচ্ছেপূরণ হয়নি। বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছিল সেই ছবির কাজ। শেষবার বড়পর্দায় দিলীপ কুমার হাজির হয়েছিলেন ১৯৯৮ সালে। ছবির নাম 'কিলা'। সেই শেষ। অভিনয় জীবন থেকে স্বেচ্ছাবসর ঘোষণা করেছিলেন 'দেবদাস'।

 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, রিপোর্ট দিয়ে আদালতে জানাল ED আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, ‘সবার আগে…’ চায়না মোবাইলকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল অপরেটর রিলায়েন্স জিও 'বাল্য বিবাহ' করেছেন জয়িতা-পার্থিব! দিদির মঞ্চে রামপ্রসাদের বৌদি বললেন, ‘কেউ…’ রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান তাপপ্রবাহে সাধারণ কামরার যাত্রীরা এসি কোচ দখল করছেন, কড়া পদক্ষেপ করল রেল 'ভোট ফর নির্ভয়া দি', শ্রীরূপার জায়গায় এ কার নামে প্রচার BJP-র? জানালেন প্রার্থীই শাকিব-মিমির প্রেমে 'তুফান' তুলবেন চঞ্চল! কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে? কেমন কাটবে আগামিকাল? লক্ষ্মীবারে ভাগ্য প্রসন্ন হবে? জেনে নিন ২৫ এপ্রিলের রাশিফল

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.