বাংলা নিউজ > বায়োস্কোপ > Mujib: The Making of a Nation: মুজিব' ছবির ট্রেলার নিয়ে বিতর্ক বাংলাদেশে! জানুন ঠিক কোন-কোন বিষয়ে আপত্তি উঠল

Mujib: The Making of a Nation: মুজিব' ছবির ট্রেলার নিয়ে বিতর্ক বাংলাদেশে! জানুন ঠিক কোন-কোন বিষয়ে আপত্তি উঠল

মুজিবের ট্রেলার নিয়ে বিতর্ক বাংলাদেশে। 

‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবির ট্রেলার নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশের জনতা। এদিকে কেন সবাই এরকম করছে ট্রেলার দেখে তা বুঝতে পারছেন না কিংবদন্তি ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল।

কানে মুক্তি পায় ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেলার। আর তারপর থেকেই বিতর্কের আঁচে যেন ঝলসে উঠেছে পড়শি দেশ বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে বঙ্গবন্ধুর জীবনীচিত্র। পরিচালনায় শ্যাম বেনেগাল। আর বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরফিন শুভ।

ছবির ট্রেলারে অশান্ত বাংলাদেশের পরিস্থিতি, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, পারিবারিক জীবনের উপরেই ফোকাস করে তৈরি। তবে যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক তাঁর মধ্যে অন্যতম হল--

  • আরফিন শুভর অভিনয় মুজিবুরের চরিত্রে। অনেকের দাবি সেই ব্যারিটোন ভয়েসটাই নেই, লুকসও খারাপ।
  • সঙ্গে কেউ বলছেন ৯ মাসের মুক্তিযুদ্ধ বোঝাতে যে সমস্ত ফাইটার জেট, ট্যাঙ্করের ভিএফএক্স শট ব্যবহার করা হয়েছে তা দেখে মনে হচ্ছে কোনও কার্টুন ছবি চলছে।
  • তথ্যে ভ্রান্তি। ট্রেলারের একটি দৃশ্যে দেখানো হয়েছে বিখ্যাত ৭ মার্চের ভাসনে বঙ্গবন্ধুর চোখে চশমা। এদিকে পুরনো ছবি বলছে তিনি সেদিন চশমা পরেননি।
  • সঙ্গে ট্রেলারে বাংলাদেশের মুক্তি যুদ্ধে দু'ধরনের বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।

    এদিকে ট্রেলার নিয়ে এমন সমালোচনা হওয়ায় অবাক পরিচালক শ্যাম বেনেগাল। তিনি মিডিয়াকে জানিয়েছেন, ‘মানুষ এখনও পুরো সিনেমা দেখেনি। ৯০ সেকেন্ডের ট্রেলার দেখে তো আর কেউ পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারে না। নানা মন্তব্য এসেছে বলে আমি শুনেছি। কেন সকলে বিরক্ত, তা অনুমান করা আমার পক্ষে খুব কঠিন। তবে কানে উদ্বোধন খুব ভালো হয়েছে। বাংলাদেশের তথ্যমন্ত্রী ও তাদের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন সেখানে।’

     

বন্ধ করুন