বয়স ৯০, বিজনেস টাইকুন মুকেশ আম্বানির মা তিনি। নাম কোকিলাবেন আম্বানি। মাঝে মধ্যেই আম্বানিদের নানান অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। তবে আলাদা করে বলিপাড়ার কোনও সেলেবদের অনুষ্ঠানে তাঁকে কখনও দেখা যায়নি। এবার বাঙালি ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশান ব্র্যান্ডের ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেখা মিলল বছর ৯০-এর কোকিলাবেনকে। মেয়ে দীপ্তি সালগাওকরের হাত ধরে অনুষ্ঠানে হাজির হন কোকিলাবেন। জমকালো শাড়ি পরে অনুষ্ঠানে এসে তিনি বুঝিয়ে দেন ফ্যাশনের বয়স যে নেই।
কোকিলাবেন আম্বানির শাড়ি
কোকিলাবেন আম্বানি শাড়ি পড়তেই ভালোবাসেন। সব্যসাচী মুখোপাধ্যায়ের ব্র্যান্ডের ২৫তম বার্ষিকীতে তিনি এসেছিলেন একটা মাখন-হলুদ রঙের শাড়ি পরে। সেই শাড়িতে ছিল রূপালী সিকুইন ফুলের সূক্ষ্ণ কারুকাজ, শাড়ির পাড়টা ছিল পুরোটাই কারুকাজ করা। সঙ্গে ছিল মানানসই ব্লাউজ। ট্রাডিশনালভাবেই শাড়িটি পরেছিলেন তিনি। তার উপর চাপিয়ে নিয়েছিলেন কালো রঙের জ্যাকেট।
আরও পড়ুন-‘গানের জন্য বিভিন্ন অডিশনে দিতে যেতাম, সেই ভাড়াটা বহন করাও তখন কঠিন ছিল’, অকপট অঙ্কিতা
আর মুকেশ আম্বানির মা বলে কথা, তাই গয়না পরবেন না তাও কী হয়! কোকিলাবেন শাড়ির সঙ্গে পরেছিলেন হীরে বসানো বড় একখানা নেকলেস, স্টাড কানের দুল ও সঙ্গে ম্যাচিং নেকপিস। তাঁর হাতে ছিল একটা ঝলমলে রূপালী হ্যান্ডব্যাগ। সঙ্গে বেছে নিয়েছিলেন হালকা মেকআপ, লাল লিপস্টিক, কপালে শোভা ছিল ট্রাডিশনাল লাল বিন্দি আর পনিটেলে খোঁপা করে বেঁধে নিয়েছিলেন নিজের চুল।
কোকিলাবেন আম্বানি
১৯৩৪ সালের ২৪ ফেব্রুয়ারি গুজরাটের জামনগরে জন্মগ্রহণ করেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা প্রয়াত বিজনেস টাইকুন ধীরুভাই আম্বানিকে বিয়ে করেন তিনি। তাঁদের তিন সন্তান মুকেশ আম্বানি, অনিল আম্বানি এবং তাদের মেয়ে দীপ্তি সালগাওকর। কোকিলাবেন ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর ৯০ তম জন্মদিন উদযাপন করেছেন।