সদ্যই মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। গণেশ চতুর্থীর পরের দিনই তাঁদের কোল আলো করে কন্যা সন্তান এসেছে। যদিও রণবীর আগেই জানিয়েছিলেন যে তিনি তাঁর স্ত্রীর মতোই একটা মিষ্টি কন্যা সন্তান চান। এদিন তাঁদের সন্তানকে দেখতে হাসপাতালে এলেন মুকেশ আম্বানি।
কী ঘটেছে?
গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এখন সদ্যজাতকে নিয়ে এখন তাঁদের ব্যস্ততা এবং খুশির শেষ নেই। মুকেশ এবং নীতা আম্বানির মালিকানাধীন দক্ষিণ মুম্বইয়ের HN রিলায়েন্স হাসপাতালে ভূমিষ্ট হয়েছে রণবীর দীপিকার সন্তান। এদিন সেখানেই একরত্তিকে দেখতে এলেন মুকেশ আম্বানি। সকলেই জানেন রণবীরদের সঙ্গে আম্বানিদের পরিবারের ঘনিষ্টতা কতটা। অনন্ত আম্বানির বিয়ের সময়ই সেটা আরও স্পষ্ট হয়েছে।
আরও পড়ুন: রানি - রাজার পর ‘টেক্কা’র জোকারের সঙ্গে আলাপ করালেন দেব! ঝাড়ু হাতে প্রকাশ্যে ধরা দিলেন ‘ইকলাখ’
এদিন কড়া নিরাপত্তার বেষ্টনীতে হাসপাতালে ঢুকতে দেখা যায় মুকেশ আম্বানির গাড়িকে। রণবীরের বোন ঋতিকা ভবানীও গতকাল এসে ভাইয়ের মেয়েকে দেখে গিয়েছে।
রণবীর এবং দীপিকা যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের সন্তান আসার খবর ঘোষণা করলেও, সন্তানের নাম কী রেখেছেন তাঁরা সেটা এখনও জানাননি। তবে এদিন তাঁরা সুখবর দিতেই আলিয়া ভাট থেকে শুরু করে একাধিক তারকা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং দুজনকেই আগামীতে সিংঘম এগেন ছবিতে দেখা যাবে। এছাড়া রণবীরকে ডন ৩ ছবিতেও দেখা যাবে। সেখানেই তিনি এবার শাহরুখকে সরিয়ে মূল ভূমিকায় ধরা দেবেন। পরিচালনা করবেন ফারহান আখতার।