কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কল্কি ২৮৯৮ এডি ছবিটি। বক্স অফিসে একপ্রকার দাপট দেখাচ্ছে প্রভাস এবং দীপিকার সায়েন্স ফিকশন ছবিটি। আর সেই ছবিরই একটি রিভিউ সম্প্রতি ইউটিউবে পোস্ট করেছিলেন শক্তিমান ওরফে মুকেশ খান্না। কিন্তু তিনি সেই ছবির রিভিউ দিতে গিয়ে বিহার এবং ওড়িশার দর্শকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। বলা ভালো তাঁদের একপ্রকার খাটো করেন। এবার গোটা বিষয়টার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি।
আরও পড়ুন: ভোট মিটতেই ভক্তদের সুখবর দিলেন ধ্রুব রাঠি, আনন্দে মাতলেন ভক্তরা
কী বলেছেন মুকেশ খান্না?
মুকেশ খান্না তাঁর কল্কি ২৮৯৮ এডি ছবির রিভিউতে বলেছিলেন যে এই ছবিতে পশ্চিমী ভাবনা চিন্তার মিশেল আছে সেটা বিহার বা ওড়িশার দর্শকরা বুঝতে পারবেন না। একই সঙ্গে বলেন পশ্চিমের দর্শকদের থেকে এঁরা বুদ্ধিমত্তার দিক দিয়ে পিছিয়ে। সেই কারণেই তাঁকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন তিনি। প্রকাশ্যে ক্ষমা চাইলেন।
মুকেশ খান্না ক্ষমা চেয়ে জানান তিনি সব ধরনের ভুল বোঝাবুঝি দূর করতে চান। তিনি খালি কল্কি ২৮৯৮ এডি ছবিটির একটি সমালোচনামূলক আলোচনা করতে চেয়েছিলেন। বিহার বা ওড়িশার দর্শকদের খাটো করতে চাননি। মুকেশের কথায়, 'আমি বিহার এবং ওড়িশা চষে বেড়িয়েছি। আমি ওখানে প্রচার করেছি। আমি ওখানে নানা অনুষ্ঠানেও গিয়েছি। পুরীর মন্দিরে পুজোও দিয়েছি। আমি বিহার বা ওড়িশার লোকজনকে কেন অসম্মান করব? আমি খালি ছবিটা নিয়ে কথা বলছিলাম। বিহার বা ওড়িশার কাউকে অবমাননা করতে চাইনি।'
আসলে প্রথম ভিডিয়োতে কী বলেছিলেন মুকেশ?
রিভিউ করেছিলেন যে ভিডিয়োতে সেখানে কল্কির প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুকেশ খান্না বলেছিলেন, 'এই ছবিটি যে বুদ্ধিমত্তা, ভাবনা দিয়ে বানানো হয়েছে সেটা হলিউডের জন্য ঠিক আছে। সেখানকার লোকজন অনেক বেশি বুদ্ধিমান। কিন্তু ক্ষমা করবেন ওড়িশা বা বিহারের দর্শকরা কিন্তু এই ছবির নির্মাণের নেপথ্যের ভাবনা বুঝতে পারবেন না।'
আরও পড়ুন: রাবীন্দ্রিক সাজে দাঁড়ানো খুদে কিন্তু এখন টলিউডের দাপুটে অভিনেত্রী, দেখুন তো চিনতে পারছেন?
কল্কি ২৮৯৮ এডি ছবি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি তেলুগু, হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে। এই ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকর সলমন, বিজয় দেবেরাকোন্ডা, এসএস রাজামৌলি, রাম গোপাল ভার্মা প্রমুখকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে।