স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও পান মশলার হয়ে বিজ্ঞাপন বলিউড তারকাদের! কাণ্ড দেখে রীতিমত ক্ষুব্ধ শক্তিমান ওরফে মুকেশ খান্না। মহাভারত খ্যাত এই বর্ষীয়ান তারকা এদিন রীতিমত অক্ষয় কুমার, শাহরুখ খান, অজয় দেবগনদের একহাত নিলেন। জানালেন জুয়া এবং পান মশলার হয়ে বিজ্ঞাপন করে তাঁরা ঠিক করেন না। অভিনেতা হিসেবে তাঁদের এসব থেকে দূরে থাকা উচিত। ভেবে চিন্তে বিজ্ঞাপনে কাজ করা উচিত বলেও তিনি জানিয়েছেন।
অক্ষয় শাহরুখদের নিয়ে কী জানিয়েছেন মুকেশ খান্না?
বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি মুকেশ খান্না এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিছক মজা করেই বলেছেন যে এই বিজ্ঞাপনগুলো করার জন্য তিনি শাহরুখ, অক্ষয় বা অজয়কে হাতের কাছে পেলে ধরে পেটাবেন। তাঁর কথায়, 'এদের ধরে পেটানো উচিত।'
তিনি এদিন আরও জানান অক্ষয় কুমারকে নাকি তিনি ইতিমধ্যেই এই ধরনের বিজ্ঞাপন দেওয়ার জন্য বকা দিয়েছেন। মুকেশ আরও জানান এই ধরনের বিজ্ঞাপন বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ বানানো হয়। কিন্তু এগুলোর নেতিবাচক দিক কী সেগুলোও সবাই জানেন। তাই অভিনেতা, যাঁদের ভক্ত অনেক তাঁদের সতর্ক ভাবে এই ধরনের বিজ্ঞাপন করা উচিত বলেই তিনি মনে করেন। কারণ অভিনেতারা যখন এগুলো করেন তাঁরা জানেন তাঁরা আসলে কী করছেন।
তিনি এদিন উদাহরণ দিতে গিয়ে জানান আগে অমিতাভ বচ্চন এই ধরনের বিজ্ঞাপন করতেন। কিন্তু বর্তমানে তিনি আর এই ধরনের কাজ করেন না। তবুও আজও এই বিজ্ঞাপনগুলো কোম্পানিগুলো বহু টাকা খরচ করেন বলেই জানান। কিন্তু এভাবে গুটখা, পান মশলা, মদের বিজ্ঞাপন দেওয়া উচিত নয়, এতে সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ে বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন: প্রাণভয়ে দেবতাকে ফেলে ঢাকার মন্দির ছাড়তে নারাজ পুরোহিত! বললেন, 'এর থেকেও খারাপ দেখেছি...'
আরও পড়ুন: 'সিপিএম - তৃণমূল করতে এলে...' আরজি করের ঘটনায় কড়া বার্তা স্বস্তিকার, ক্ষোভ উগরে কী বললেন জিতু?
মুকেশ খান্না জানান তাঁর কাছে এমন। বিজ্ঞাপন করার জন্য বহু অফার এসেছে। কিন্তু তিনি সেগুলো করেননি। ফিরিয়ে দিয়েছেন। তিনি সবার কাছে উদাহরণ হয়ে থাকতে চেয়েছেন।