২০১৮ সালে, খবর রটেছিল যে 'শক্তিমান' নিয়ে ৩টি সিনেমা তৈরি হতে চলেছে। আর সেই সিনেমার জন্য রণবীর সিংকে চূড়ান্ত করার খবরও ভাইরাল হয়েছিল। তবে, সেই সময় আসল শক্তিমান থুরি মুকেশ খান্না স্পষ্ট জানিয়েছিলেন যে, রণবীর সিং এমন কোনও চরিত্রে অভিনয় করছেন না।
দিনকয়েক আগে রণবীর সিংকে মুকেশ খান্নার অফিসে দেখা যায়। যার ফলে ফের মাথাচাড়া দেয় রণবীরের 'শক্তিমান' হওয়ার খবর। রটে যায়, শক্তিমান সিনেমার জন্য মুকেশ খান্নার সঙ্গে দেখা করতে এসেছিলেন রণবীর। এবার গোটা ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেতা নিজেই।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কানে সেরা অভিনেত্রীর পুরস্কার, কী বলছেন অনসূয়া
প্রবীণ অভিনেতা মুকেশ খান্না সম্প্রতি প্রকাশ করেছেন যে, একথা ঠিকই রণবীর সিং সম্প্রতি তাঁর অফিসে তাঁকে দেখতে গিয়েছিলেন। তাঁদের সাক্ষাতের পরে, অনেকেই অনুমান করেছে যে, রণবীরকে দূরদর্শনের সিরিয়াল সুপারহিরো 'শক্তিমান' চরিত্রে অভিনয় করার জন্য বেছে নেওয়া হয়েছে। যেটি মূলত মুকেশ খান্না অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: বিয়ের পর মা-বাবার থেকে আলাদা ‘উচ্ছেবাবু’? জন্মদিনে আদৃতের বাড়িতে এলেন কারা
মুকেশ খান্না এখন একটি ভিডিয়োর মাধ্যমে স্পষ্ট করেছেন যে রণবীর সিংকে আনুষ্ঠানিকভাবে শক্তিমান হিসাবে নির্বাচিত করা হয়নি। তিনি বলেন, ‘রণবীর সিং আমার সঙ্গে দেখা করতে এসেছেন। এই ভিডিওটি শেয়ার করার ২-৩ ঘণ্টার মধ্যেই নিউজ চ্যানেলগুলো খবর করতে শেয়ার করতে শুরু করেছে যে, রণবীর সিং মুকেশ জিকে বোঝাতে এসেছেন।’
আরও পড়ুন: ‘দোস্তানা ২’-র কাজ মাঝ পথে বন্ধ হওয়া কার দোষে? করণ-কার্তিককে নিয়ে সরব জাহ্নবী
মুকেশ আরও বলেন যে, ‘রণবীর সিংয়ের ব্যক্তিত্ব অসাধারণ এবং তাঁর মতে ইন্ডাস্ট্রিতে তাঁর চেয়ে উদ্যমী অভিনেতা আর কেউ নেই। আমি এই সব বলেছি, কিন্তু আমি কখনোই বলিনি যে তিনি শক্তিমান চরিত্রে অভিনয় করতে চলেছেন। এই দিকে মনোযোগ দিন।’
এর আগে ভিডিওতে, মুকেশ খান্না শক্তিমান চরিত্রে অভিনয় করার জন্য ভক্তদের কাছ থেকে বিদ্যুৎ জামওয়াল, মোহিত রায়না, রজনীকান্ত, আল্লু অর্জুন এবং রাম চরণ সহ বিভিন্ন নায়কের নাম পরামর্শ হিসেবে আসায় ধন্যবাদ জানিয়েছিলেন।