বাংলা নিউজ > বায়োস্কোপ > Video: ফোন করার মতো মানুষ ছিলেন না ‘ভীম’, প্রবীণ কুমার নিয়ে স্মৃতিমেদুর ‘ভীষ্ম’

Video: ফোন করার মতো মানুষ ছিলেন না ‘ভীম’, প্রবীণ কুমার নিয়ে স্মৃতিমেদুর ‘ভীষ্ম’

প্রয়াত 'মহাভারত' সিরিয়াল এর অভিনেতা প্রবীণ কুমারকে নিয়ে নিজের একাধিক অভিজ্ঞতার কথা জানালেন মুকেশ খান্না।

এবার 'মহাভারত'-এ 'ভীম' চরিত্রে অভিনয় করা প্রয়াত অভিনেতা প্রবীণ কুমারকে নিয়ে স্মৃতিমেদুর হলেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না।

বিখ্যাত সিরিয়াল 'মহাভারত'-এ 'ভীম' চরিত্রে অভিনয় করা প্রবীণ কুমার সোবতি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সোমবার ৭ ফেব্রুয়ারি হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয় তাঁর।দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ৭৪ বছর বয়সে চলে গেলেন সকলকে ছেড়ে। তিনি ছিলেন পঞ্জাবের বাসিন্দা, বলিউডের অনেক ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শক মন জয় করেছেন।

'মহাভারত'-এ ভীমের ভূমিকায় প্রবীণ কুমারকে বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর এই ধারাবাহিকে অভিনয়ই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। নিজের অভিনয় দিয়ে ভীম-কে যেন জীবন্ত করে তুলেছিলেন তিনি। এবার প্রবীণ কুমারকে নিয়ে স্মৃতিমেদুর হলেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন 'মহাভারত' সিরিয়াল এর 'ভীষ্ম পিতামহ'। ভিডিয়োর শুরুতেই লতা মঙ্গেশকর এবং প্রবীণ কুমার সোবতির প্রয়াণে শোকজ্ঞাপন করেন তিনি। এরপর জানান দিন পনেরো আগে তাঁকে ফোন করেছিলেন 'ভীম'। মুকেশ খান্নার কথায়, 'প্রবীণ যে আমাকে প্রায়শই ফোন করত, এমনটা নয়। কিন্তু সেদিন আমাকে ফোন করার পর অনেকক্ষণ আমরা দারুণ আড্ডা দিয়েছিলাম। মূলত, আমার খোঁজ খবর নিতেই ফোন করেছিল ও। আর প্রতিবারের মতোই ফোন করে আমাকে 'পিতামহ' বলে ডেকে উঠেছিল। আসলে, ও কোনওদিনও আমাকে মুকেশ বলে ডাকেনি,সবসময় ওই 'পিতামহ' নামেই ডাকত।'

সামান্য থেমে 'শক্তিমান' আরও বলেন, 'ভাবতেই পারিনি প্রবীণের সঙ্গে সেটাই আমার শেষ কথা হবে। আমি জোর দিয়ে বলতে পারি, 'মহাভারত'-এ অভিনয় করাকালীন ওঁর মতো এত সোজন ব্যক্তি আর দেখিনি। এত সুন্দর করে, সম্মান জানিয়ে সবার সঙ্গে ও কথা বলত, ভাবা যায় না।' এখানেই শেষ না করে প্রয়াত অভিনেতার বিষয়ে একটি মজার ঘটনার কথাও ফাঁস করেন মুকেশ। 'সেদিন মহাভারত-এর একটি বিশেষ দৃশ্যের সিকোয়েন্সের শ্যুটিং চলছে। পাণ্ডব এবং কৌরবরা নিজেদের পরিচয় দিচ্ছে। এদিকে প্রবীণ ছিল জ্যাকেবলে চলনে-বলনে খাঁটি পাঞ্জাবী। তো সেই দৃশ্যে কর্ণ-কে লক্ষ্য করে অর্জুনের উদ্দেশে একটি সংলাপ ছিল প্রবীণের। সেখানে কর্ণ-কে 'সূতপুত্র' বলতে গিয়ে ওঁর সেই বিখ্যাত উচ্চারণে 'সূত্পুত্তর, সূত্পুত্তর' বলে গেল। এই দেখে আমি পাশে বসা পরিচালক রবি চোপড়া-কে ফিসফিস করে বলেছিলাম ভীমের সংলাপ অন্য কাউকে দিয়ে ডাবিং করিয়ে দিলে হয় না? জবাবে রবিজি বলেছিলেন তিনিও প্রবীণকে এই প্রস্তাব দিয়েছিলেন। সেই শুনে ও বলেছিল, তাহলে শুধু 'ভীম'-এর গলার স্বর নয়, গোটা ভীম-কেই বদলে ফেলুন!' তবে এসব যে 'মহাভারত' সিরিয়াল কিংবা 'ভীম'-এর জনপ্রিয়তার উপর সামান্য আঁচড়টুকুও কাটতে পারেনি, সেকথা তো সবারই জানা।

বায়োস্কোপ খবর

Latest News

সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী আরজি কর আবহে আরও চাপে TMC, সুখেন্দুর বিদ্রোহের মাঝে পদত্যাগ জহরের, চিঠি মমতাকে পেট্রল পাম্পের কর্মীকে পিষে চম্পট দিল পিকআপ ভ্যান, ভয়ঙ্কর ঘটনা শান্তিপুরে পাকিস্তানের আঞ্চলিক জলসীমায় তেল–গ্যাসের সন্ধান, আর্থিক ভাগ্য বদলের সম্ভাবনা মীনের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল মকরের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল ধনুর কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.