কিছু মাস আগেই মুকেশ খান্না জানিয়ে দেন তিনি মোটেই চান না যে রণবীর সিং শক্তিমান হিসেবে পর্দায় ধরা দিন। এবার তিনি জানালেন তাঁকে রাজি করানোর জন্য বাড়ি পর্যন্ত এসেছিলেন পর্দার হবু ডন। অনুনয় বিনয় করেন ৩ ঘণ্টা ধরে। অবশেষে কী প্রতিক্রিয়া দেন শক্তিমান OG?
আরও পড়ুন: টেক্কা মুক্তির আগে হঠাৎ কী হল সৃজিতের? কেন বললেন, 'এভাবেই মরতে চাই'?
শক্তিমান নিয়ে কী বললেন মুকেশ খান্না?
মুকেশ খান্না জানিয়েছেন আজকালকার কোনও অভিনেতা যেমন রণবীর সিং, অক্ষয় কুমার, আমির খান, সহ কেউই এই চরিত্রটা করার যোগ্য নন কারণ তাঁদের মধ্যে সেই সারল্যটা নেই যেটা চরিত্রের থাকা উচিত। একই সঙ্গে তিনি এদিন বলিউড ঠিকানাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'এখন যেহেতু সবাই জানেন যে রণবীর সিং আমায় রাজি করাতে এসেছিলেন যাতে আমি ওকে শক্তিমানের চরিত্রটা করতে দিই। আমি আর সেই বিষয়টা তাই লুকাতে পারব না। অনেকেই জানান যে রণবীর নাকি শক্তিমান হচ্ছেনই। কিন্তু আমি এখনও সম্মতি জানায়নি। এছাড়া আমার সঙ্গে সোনির একটা ঝামেলা চলছে। আমায় ভিডিয়ো পোস্ট করে জানাতে হয় যে আমি মোটেই সম্মতি জানাইনি বা চাইনি যে রণবীর শক্তিমানের চরিত্রে অভিনয় করুক। রণবীর সেদিন এসে আমার কাছে ৩ ঘণ্টা বসেছিল। কিন্তু আমাকে ওকে তাও বলতেই হয় যে এই চরিত্রের জন্য অভিনেতার মুখে যেটা থাকার কথা ওর মুখে সেটা নেই।'
কিন্তু সাংবাদিক যখন ধরিয়ে দেন যে রণবীর সিং একাধিক সিরিয়াস চরিত্রেও অভিনয় করেছেন, তাও দক্ষতার সঙ্গে। তখন মুকেশ জানান যে রণবীর ভালো অভিনেতা হতে পারেন কিন্তু শক্তিমান চরিত্রটির জন্য তিনি সঠিক মানুষ নন।
আরও পড়ুন: মহালয়ায় আসছে মমতার লেখা-সুরে তৈরি অ্যালবাম অঞ্জলি! রয়েছে রাঘব - বাবুল সহ কোন গায়কদের গান?
রণবীরের নগ্ন ফটোশ্যুট নিয়ে কী বললেন মুকেশ?
মুকেশ খান্না এদিন জানান তাঁর মোটেই ভালো লাগেনি রণবীরের সেই নগ্ন ফটোশ্যুট। সেই কথা রণবীরকে জানালে তিনি নাকি বলেছিলেন তিনি শ্যুটের সময় অন্তর্বাস পরে ছিলেন। কিন্তু পরে যখন রণবীর আবার মিডিয়াকে জানান যে এই শ্যুট করে তিনি কনফোর্টেবল ছিলেন, বা দীপিকার আপত্তি ছিল না এই শ্যুটে সেটা নিয়ে প্রতিক্রিয়া দেন এদিন মুকেশ। বলেন, 'ওর অস্বস্তি না হলেও আমাদের হয়। আমরা কনফোর্টেবেল নই। ওর বউয়ের আপত্তি করা উচিত ছিল। এত অ্যাডভান্স না হলেও হবে।'