পুষ্পা ২ জ্বরে আক্রান্ত গোটা দেশ। এটি সেটার ফলাফল বক্স অফিসের দিকে তাকালেই বেশ বোঝা যাচ্ছে। ইতিমধ্যে দেশে প্রায় ৭৫০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে ছবির আয়। এবার আল্লু অর্জুনের ছবি দেখে কী বললেন শক্তিমান মুকেশ খান্না?
আরও পড়ুন: তুঙ্গে ঘর ভাঙার চর্চা, তার মাঝেই যিশু বললেন, 'আমি বিবাহিত, একজনকে নিয়েই খুশি...'
পুষ্পা ২ দেখে কী বললেন মুকেশ খান্না?
এদিন মহাভারতের ভীষ্ম তথা শক্তিমান পুষ্পা ২ দেখে এসে তাঁর ইউটউব চ্যানেল ভীষ্ম আন্তর্জাতিক চ্যানেলে রিভিউ দিলেন। মুকেশ খান্না তাঁর সেই রিভিউতে একদিকে যেমন ছবির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন বর্ষীয়ান অভিনেতা, তেমনি শক্তিমান ছবির বিষয়েও কথা বললেন।
পুষ্পা ২ রিভিউ হেডলাইন দিয়ে পোস্ট করা সেই ভিডিয়োতে মুকেশ খান্না জানান যে ছবির স্কেল থেকে যেভাবে গোটা জিনিসটাকে টুকে ধরা হয়েছে সেটা দুর্দান্ত। একই সঙ্গে বুঝিয়েছেন কোথায় অর্থ বিনিয়োগ করা উচিত সেটা বোঝার বিষয়েও। মুকেশ খান্নার কথায়, একটা ছবি খালি টাকা দিয়ে বানানো হয় না। তার জন্য প্ল্যানিং লাগে, পুষ্পা ছবিতে যে অর্থ বিনিয়োগ করা হয়েছে সেটা প্রতিটা স্ক্রিনে দেখা গিয়েছে।' অমর আকবর অ্যান্টনির সঙ্গে তুলনা টানা হয়েছে এই ছবির।
আল্লু অর্জুনের কাজ তিনি এই প্রথমবার দেখলেন বলেও জানান। আর তাতেই ১০-এ মুকেশ আল্লুকে ৮-৯ দিয়ে দিলেন। জানালেন তিনি পারবেন শক্তিমানের চরিত্রটা করতে। মুকেশ খান্নার কথায়, 'ওর সেই ব্যক্তিত্ব আছে।' প্রসঙ্গত এর আগে রণবীর সিং এই ছবির জন্য মুকেশ খান্নার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু তাঁকে ফিরিয়ে দেন বর্ষীয়ান অভিনেতা। জানিয়ে দেন কাউকেই নাকি তাঁর পছন্দ নয় এই চরিত্রের জন্য। কিন্তু এদিন জানালেন আল্লু অর্জুন পারবেন সেই চরিত্র ফুটিয়ে তুলতে। তবে ছবির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শক্তিমান OG। বলেছেন, 'স্মাগলিং, ইত্যাদিকে গ্লোরিফাই করার দরকার কী ছিল? আমরা কি জনসাধারণের কাছে এই বার্তাই দিতে চাই?'
তবে কিছু ভুলচুক ধরলেও মুকেশ খান্নার মতে দক্ষিণী ছবি অনেক এগিয়ে বলিউডের তুলনায়। তাঁর কথায়, 'দক্ষিণী ছবির নির্মাতারা ধর্মকে শ্রদ্ধা করেন। কিন্তু বলিউড অনেক সময়ই বিতর্ক চালিত অ্যাটেনশন পেতে চায়।'
আরও পড়ুন: ডায়েট ভুলে বার্গার-ভাজাভুজিতেই জমলো ভুরিভোজ! কোথায় জীবনের 'সেরা দিন'টা কাটালেন বিরাট-অনুষ্কা?
পুষ্পা ২ প্রসঙ্গে
পুষ্পা ২ ছবিটি পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ। সুকুমার পরিচালিত ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল। এটি একাধিক ভারতীয় ভাষায় মুক্তি পেয়েছে, যেমন তামিল, তেলুগু কন্নড়, মালায়লাম, বাংলা, হিন্দি। বিশ্বজুড়ে ইতিমধ্যেই আল্লু অর্জুনের ছবিটি ১০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।