মুকেশ খান্না তাঁর বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত। 'শক্তিমান' খ্যাত অভিনেতা সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়, বিশেষ করে তাঁর ইউটিউব চ্যানেলে তিনি প্রায়শই এমন কিছু বলেন যা বেশ বিতর্কিত। তিনি একবার প্রকাশ্যে 'দ্য কপিল শর্মা শো'কে 'অশ্লীল' বলেছিলেন। আরেকবার, তিনি জানিয়েছিলেন যে তাঁকে 'দ্য কপিল শর্মা শো'-এ 'মহাভারত'-এ পুনর্মিলনী পর্বের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেতাকে, কিন্তু সেখানে যাননি, তিনি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। আর আবারও স্যোশাল মিডিয়ায় একটি নতুন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে তিনি আবারও কপিল শর্মাকে নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। স্যোশাল মিডিয়ায় এই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
ভিডিয়োয় দেখা গিয়েছে কপিল শর্মাকে তিরস্কার করেছেন মুকেশ খান্না। মুকেশ খান্না জানান, তিনি একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়েছিলেন। সেখানে কপিল শর্মার সঙ্গে তিনি প্রথমবারের জন্য মুখোমুখি হন। তখন তিনি তাঁকে চিনতেনও না। ওই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অভিনেতাকে 'পেয়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা'-এর জন্য পুরস্কৃত করা হয়েছিল। তখন কপিলও TKSS-এর জন্য একটি পুরস্কার পেয়েছিলেন। মুকেশ খান্না জানান, কপিল শর্মা ছুটে এসে সামনের সারিতে তাঁর পাশের সিটের বসেন, কিন্তু তাঁর সঙ্গে কথা বলেননি।
আরও পড়ুন: কঠিন মানসিক অসুখে ভুগতে থাকা বিধু বিনোদ চোপড়ার মেয়ে ইশা লিখলেন বই!
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমি প্রথম সারিতে বসে ছিলাম, তিনি এসে আমার পাশে বসেন, অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তখন আমি ওঁকে চিনতাম না। কিন্তু তিনি নিশ্চয়ই আমাকে চিনতেন। কিন্তু আমার পাশে বসে সামান্য সৌজন্যটুকু দেখাননি। আমাকে যেন চিনতেন পারেননি এমন ভাব। তিনি নির্বিকার আমার পাশে বসেছিলেন। এই বিষয়টা আমার খারাপ লেগেছিল বলব না, কিন্তু খুব দৃষ্টিকটু লেগেছিল। আসলে খুবই অসভ্য তিনি।'
আরও পড়ুন: 'দ্য ফ্যামিলি ম্যান ৩'-এর অপেক্ষার মাঝেই নতুন খবর, আসছে সিরিজের চতুর্থ সিজনও!
মুকেশ খান্না সম্পর্কে
মুকেশ খান্না ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত সম্প্রচারিত স্ব-নির্মিত টেলিভিশন সিরিজ শক্তিমানে সুপারহিরো 'শক্তিমান'-এর চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। এটি সেই সময়কার একটি হিট শো। পরবর্তীতে এই শো নিয়ে ছবি তৈরির কথাও শোনা গিয়েছে বলিপাড়াতে। তাছাড়াও তাঁকে বিআর চোপড়ার 'মহাভারত'-এ 'ভীষ্ম'-এর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। এছাড়াও মুকেশ খান্না 'পেয়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা', 'পেয়ারা পেয়ারা'-সহ বেশ কিছু ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।