বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘মুখোশ’-এর আড়ালে লুকিয়ে খুনি,টার্গেটে পুলিশ! রহস্যভেদে ক্রিমিনোলজিস্ট অনির্বাণ

‘মুখোশ’-এর আড়ালে লুকিয়ে খুনি,টার্গেটে পুলিশ! রহস্যভেদে ক্রিমিনোলজিস্ট অনির্বাণ

মুক্তি পেল মুখোশের ট্রেলার

‘গোয়েন্দার কাছাকাছি একটা চরিত্র কিন্তু গোয়েন্দা নয়, এমন চরিত্র করতে খুব ইন্টারেস্টিং লেগেছে’, জানালেন অনির্বাণ ভট্টাচার্য। 

রহস্য সন্ধানী কিন্তু গোয়েন্দা নন, এমনই এক চরিত্রে এবার ধরা দেবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সৌজন্যে পরিচালক বিরসা দাসগুপ্তের আসন্ন ছবি ‘মুখোশ’। রবিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। শহরের বুকে পর পর বেশ কয়েকটি নৃশংস খুনের ঘটনার তদন্তে পুলিশ। প্রতিটা খুন করা হচ্ছে নির্দিষ্ট প্যাটার্ন মেনে, খুনি রয়েছেন ‘ভেড়ার মুখোশ’-এর আড়ালে। সেই খুনির খোঁজে পুলিশকে সহায়তা করতে হাজির ক্রিমিনোলজিস্ট অনির্বাণ। দুঁদে পুলিশ অফিসার চন্দ্রেয়ী ঘোষকে খুনিকে পাকড়াও করতে সাহায্য করবেন তিনি।

অনির্বাণ পরিষ্কার জানায়, ‘খুনির টার্গেটে কিন্তু পুলিশ’। নিজেদের লোকদের রক্ষা করতে না পারার আক্ষেপে চান্দ্রেয়ী। রহস্যের জাল ট্রেলারের পরতে পরতে। এক ব্যক্তি অনির্বাণকে জানান,'আমাদের দেশে গরিব হওয়াটাই সবচেয়ে বড় অন্যায়'। পাশাপাশি এক রহস্যময় ক্রসের অর্থ জানতে চার্চের ফাদারের কাছে পৌঁছান ক্রিমিনোলজিস্ট অনির্বাণ। জানতে পারেন, এই ক্রসের অর্থ ‘হারিয়ে ফেলবার যন্ত্রণা’। কোনও পুরোনো ঘটনার যন্ত্রণা থেকেই কি এই খুন? 

পরিচালক বিরসা দাশগুপ্তের এই ছবি মালায়ালাম ছবি, আনজাম পাথিরা'র (Anjaam Pathiraa) অফিসিয়্যাল রিমেক। চান্দ্রেয়ী ঘোষ,অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন ও পায়েল দে-কে।

পরিচালক বিরসা দাশগুপ্ত ‘মুখোশ’ নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, ‘মুখোশ নামটার দুটো মানে আছে, ছবিতে মুখোশ-এর একটা গল্প আছে। কিন্তু আমরা প্রত্যেকেই একটা মুখোশ পরে থাকি, সেই যে মুখের আড়ালে আমাদের অনেক রূপ, সেটা তুলে ধরবার জন্য আমরা এমন সব অভিনেতাদের প্রযোজন ছিল যাঁরা এই সূক্ষ্ম অনুভূতিগুলো খুব যত্ন করে তুলে ধরবেন। সেইমতোই এই ছবির কাস্টিং করেছি আমি’। বিবাহ অভিযান'-এর পর ফের একবার বিরসা দাশগুপ্তর ছবিতে অনির্বাণ। তাঁর কথায়,'ব্যোমকেশের চরিত্রে অভিনয় করি, মূল শব্দটা যদি গোয়েন্দা ধরেনি, তাহলে বলব… গোয়েন্দার কাছাকাছি একটা চরিত্র কিন্তু গোয়েন্দা নয়, এমন চরিত্র করতে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার চরিত্র কিংশুক, সে ক্রিমিনোলজিস্ট মানে পুলিশকে অপরাধীদের শনাক্ত করতে সাহায্য করে। গোয়েন্দার সঙ্গে ক্রিমিনোলজিস্টের যে সূক্ষ্ম পার্থক্যটা রয়েছে সেটা তুলে ধরতে পেরে ভালো লাগছে, যেহেতু আমি ব্যোমকেশ চরিত্রে অভিনয় করি, তাই আরও ইন্টারেস্টিং লেগেছে'। 

প্রথমে জানা গিয়েছিল ১৩ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘মুখোশ’, তবে তা এখনও নিশ্চিত নয়। কিন্তু চলতি মাসেই মুক্তি পাবে এই ছবি তা ঘোষণা করা হয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে। 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.