বাংলা নিউজ > বায়োস্কোপ > Mukti: স্বাধীনতা আন্দোলন, ফুটবল ম্যাচ, ব্রিটিশ শাসনের সঙ্গে লড়াই! আসছে ‘মুক্তি’

Mukti: স্বাধীনতা আন্দোলন, ফুটবল ম্যাচ, ব্রিটিশ শাসনের সঙ্গে লড়াই! আসছে ‘মুক্তি’

আসছে ‘মুক্তি’

১৯৩১ সালের ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি একটি দেশাত্মবোধক ক্রীড়া কল্পকাহিনি।

জেদ, লড়াই, স্বাধীনতা-চরিত্রের ভাঙাগড়া, ভারতীয়দের ঘুরে দাঁড়ানোর গল্প বলবে ‘মুক্তি’। ১৯৩১ সালের ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি একটি দেশাত্মবোধক ক্রীড়া কল্পকাহিনি। ওয়েব সিরিজে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী ঘোষ, সুদীপ সরকার প্রমুখ। পরিচালনা করেছেন রোহন ঘোষ।

ছবিতে এক জেলারের চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। তাঁর চরিত্রের নাম রামকিঙ্কর। তাঁর স্ত্রী দিতিপ্রিয়া। বিপ্লবীর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও সুদীপ সরকার। ওয়েব সিরিজে উঠে আসবে রামকিঙ্কর, দিবাকর, রেহমত, মিনু, প্রভা এবং আলফ্রেড পেটির বর্বরতার সংঘাত।

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে ঋত্বিক জানিয়েছেন, ‘তৎকালীন মধ্যবিত্ত সমাজের আর পাঁচটা সাদামাটা মানুষের মতোই একটা চরিত্র এই রামকিঙ্কর। সে ব্রিটিশ সরকারদের অধীনে চাকরি করে। পরাধীন ভারতবর্ষের মেদিনীপুর সেন্ট্রাল জেলের ভারতীয় জেলার রামকিঙ্কর। সেসময় ব্রিটিশ সরকারের অধীনে কোনও ভারতীয়র চাকরি করা মানে, তাকে নানাভাবে অপমান সহ্য করতে হত। তেমনই রামকিঙ্করকেও কমবেশি সহ্য করতে হয়েছে। রামকিঙ্করের নিজস্ব মত ব্রিটিশদের সমর্থনই করত কারণ, চাকরিটা তার প্রয়োজন। কিন্তু বারংবার অপমান, চারপাশে ঘটতে থাকা ঘটনা যেন আস্তে আস্তে চোখ খুলে দেয় তার। শুরু হয় নিজের সঙ্গেই নিজের লড়াই, আত্ম অনুসন্ধান। এই দ্বন্দ্বই এই চরিত্রটার সবচেয়ে আকর্ষণীয় দিক’। 

অভিনেতার কথায়, 'এই টানাপোড়েনের মধ্যে নিয়ে রামকিঙ্কর তার নতুন সত্তাকে খুঁজে পাবে কি না তার উত্তর দেবে 'মুক্তি'-র ক্লাইম্যাক্স। তবে এই রামকিঙ্করের চরিত্রটার দ্বন্দ্বটাই আমায় সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। কেবল রামকিঙ্কর নয়, সেই সময়ের সমাজ, মানুষের ভাবনা বা তার বদল সমস্ত জিনিসকে খুব সাফল্যের সঙ্গে তুলে ধরবে 'মুক্তি'। ছবিতে খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে একটা ফুটবল ম্যাচ। সেই একটা ম্যাচটা গল্পকে কীভাবে পরিণতির দিকে নিয়ে যায় সেটা দর্শককে ধরে রাখবে। আমি কাজটা করার সময় খুব আনন্দ পেয়েছি। আশা করি দর্শকদের মধ্যে একটা ভালো কাজ দেখার আনন্দ ছড়িয়ে দিতে পারব। সেইসঙ্গে গল্পের সঙ্গে জড়িয়ে যে ইতিহাস, আমাদের ইতিহাস, সেটাই দর্শকদের মন ছুঁয়ে যাবে'।

ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের ট্রেলার। সিরিজটি সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা অর্জুন চক্রবর্তী বলেন, ‘এত ভালো একটা টিমের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্যে সৌভাগ্যের। ক্যামেরার সামনে ও পিছনের গোটা টিমটা খুব ভালো এবং অভিজ্ঞ। এই টিমটার সঙ্গে কাজ করে এত ভালো লেগেছে যে আমার ধারণা সেটা পর্দায় ফুটে উঠবে’।

দেশপ্রেম সঙ্গে নিয়ে এই পিরিয়ড ওয়েব সিরিজটি অ্যাকশন, রোমাঞ্চ, সহানুভূতি, রাগ, জয়ের আনন্দে ভরপুর। 'ফ্যাটফিশ এন্টারটেনমেন্ট'-এর প্রযোজনায় একটি দেশপ্রেমিক, ক্রীড়া সংক্রান্ত কল্পকাহিনি নিয়ে স্বাধীনতা পূর্ব ভারতকে তুলে ধরা হয়েছে সিরিজে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আগামী ২৬ জানুয়ারি জিফাইভেই মুক্তি পাচ্ছে এই সিরিজ।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.