বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ধান্দাবাজি রাজনীতি'? মুকুল রায়ের ‘ঘরে ফেরা’ নিয়ে দু-ভাগে ভাগ বুদ্ধিজীবী মহল

'ধান্দাবাজি রাজনীতি'? মুকুল রায়ের ‘ঘরে ফেরা’ নিয়ে দু-ভাগে ভাগ বুদ্ধিজীবী মহল

আজ ফের তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় (PTI)

‘আয়ারাম-গয়ারাম পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়’, মুকুলের বিজেপি ত্যাগ নিয়ে মন্তব্য দলবদলু হিরণের।

শুক্রবার দিনভর গোটা দেশের রাজনৈতিক মহল তোলপাড় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির ‘ঘর ওয়াপসি’ নিয়ে। এদিন বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে ফিরে এলেন মুকুল রায়। ‘দলবদলু’ মুকুলের ‘সরি’কে মান্যতা দিয়ে তাঁকে দলে ফেরালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘গদ্দার, রুচিহীন'দের দলে নেবেন না। এই প্রত্যাবর্তন নিয়ে হইচই রাজ্য জুড়ে। বাংলার বুদ্ধিজীবীমহলও কার্যত দু-ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন।

মুকুলের ঘরে ফেরাকে ‘পরিণত সিদ্ধান্ত’ বলে জানান চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। তিনি জানিয়েছেন, ‘মুকুল রায় আদ্যোপান্ত তৃণমূলেরই মানুষ। হয়ত কোনও মনোমালিন্যের জেরে বা কিছু কারণে দল ছেড়ে গিয়েছিলেন….তবে মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক সেটা একেবারেই আলাদা।বিজেপি যে রকম হিন্দুত্ববাদী দল, সেই দলের সঙ্গে মুকুল রায়ের মতো রাজনীতিবিদের মিল হওয়ার কথা নয়।  আমার মনে হয় মুকুল রায় ঘরে ফিরেছেন শুধুমাত্র এটা বুঝতে পেরে যে ২০২৪ সালে দেশ থেকে ওই দলটিকে সরাতে হবে’।

অন্যদিকে বাম সমর্থক তথা পরিচালক সৌরভ পালোধি মন্তব্য করেন, ‘কে আসবেন, কে যাবেন এটা ভীষন মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওই ছোটবেলায় ক্রিকেটের খেপ খেলার মতো। মজার অথচ কষ্টের বিষয়’। 

শিক্ষাবিদ মীরাতুন নাহার এই দলবদলের রাজনীতিকে কটাক্ষ করে জানান, 'একটি দলের আদর্শ মেনে দেশ গড়ার কাজ করব, এই বোধ থেকে কেউ নেতা নেত্রী হন না। মুকুল রায় একটি দলে ছিলেন, বেরিয়ে আরেকটি দলে গেলেন, আবার ফিরে এলেন। এটি তারই পরিচয়। বর্তমানে সংকীর্ণ রাজনীতি চলছে'।

একুশের বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা হিরণ। খড়্গপুর সদর আসন থেকে জয় লাভও করেছেন। তারকা বিধায়ক এদিন মুকুল রায়কে কটাক্ষ করে টুইট করেন, ‘এবার ধান্দাবাজি রাজনীতি বন্ধ হোক। পশ্চিমবঙ্গ যে নোংরা রাজনীতির খেলা দেখছে তাতে রাজনৈতিক নেতাদের উপর সাধারণ মানুষের আস্থা উঠে যাবে। আয়া রাম গয়া রাম- পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়'। 

তৃণমূলের তারকা বিধায়ক সোহম পালটা বিঁধলেন রাজ্য বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে। 'তৃণমূল কোনও মতেই (বিজেপি) দল ভাঙাতে পারবে না' শুভেন্দুর এই চ্যালেঞ্জের ভিডিয়ো পোস্ট করে সোহম লেখেন- ‘কিছুদিন আগেই এই কথা বলতে চ্যাম্পিয়ান, অথচ কাজের বেলায় গোল্লা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূলের দিকে, বলেছিলেন পারলে রাজ্য বিজেপিতে ভাঙন ধরিয়ে দেখাক। তবে বিজেপি যে ধরণের জাতীয় লজ্জা, তাতে আমাদের চেষ্টাও করতে হয়নি!’

সব মিলিয়ে রাজনৈতিক মহল থেকে বুদ্ধিজীবী মহল, মুকুল রায়ের তৃণমূলে ফেরার ঘটনায় নানা মুনির নানা মত জারি রয়েছে। 

বায়োস্কোপ খবর

Latest News

বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো সম্পদ বণ্টনের ক্ষেত্রে মার্ক্সবাদী ব্যাখ্যা মেনে চলব না, বলল সুপ্রিম কোর্ট, তবে… আমি WI-কে সমর্থন করব: T20 WC 2024-র জন্য ICC-র দূত হয়েই মনের কথা বললেন বোল্ট বিয়ের আগে ভালোবাসার ইস্তেহার! আদৃতের জন্য বার্তা কৌশাম্বির, ‘তুমিই এখন…’ ভোটের আগেই দার্জিলিংয়ে ১০ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার রাজু বিস্তা ঘনিষ্ঠ BJP নেতা শ্রীরূপার বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি ‘কংগ্রেস-সিপিএম BJP-র B-টিম'!ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কার উপর নির্ভর,জানালেন অভিষেক 'সলমন মদ পরিবেশনার দায়িত্বে! শাহরুখ, শ্রীদেবীরা তো সকলেই আমার বিয়েতে নেচেছিলেন' ‘মনে হয় সব ছেড়ে বাবার কাছে চলে যাই’, লিখলেন ইরফান-পুত্র বাবিল! সব ঠিক আছে তো? চাকরিতে প্রমোশন, ব্যবসায় বিপুল টাকা লাভ! শুক্র-সূর্যের যুতিতে মেষ সহ লাকি কারা?

Latest IPL News

বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.