বাংলা নিউজ > বায়োস্কোপ > Raveena Tandon on Mumbai: দিল্লিকে ছাপিয়ে গেল মুম্বই! দূষিত শহরের খেতাব জয়ে বাহবা রবিনার

Raveena Tandon on Mumbai: দিল্লিকে ছাপিয়ে গেল মুম্বই! দূষিত শহরের খেতাব জয়ে বাহবা রবিনার

দূষিত শহরের খেতাব জয়ে বাহবা রবিনার

Raveena Tandon on Mumbai: দিল্লিকে ছাপিয়ে এগিয়ে গেল মুম্বই। রাজধানীকে পিছনে ফেলে দূষণে এগিয়ে গেল বাণিজ্যনগরী। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই রিঅ্যাক্ট করলেন রবিনা টন্ডন। গোটা বিষয়ে কী বললেন তিনি?

যাহ! রাজধানীকে পিছনে ফেলে এগিয়ে গেল বাণিজ্যনগরী। গড়ে ফেলল নয়া রেকর্ড। মুম্বইয়ের কপালে জুটল পৃথিবীর দ্বিতীয় দূষিত শহরের তকমা। বাতাসের মানের উপর নির্ভর করে সুইজারল্যান্ডের বাতাস মনিটর করা টেক কোম্পানি আইকিউ এয়ার বিশ্বের দূষিত শহরগুলোর তালিকা প্রকাশ করেছে। আর সেখানেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ভারতের মুম্বই। আর সেই রিপোর্ট প্রকাশ্যে আসতে তাতে মন্তব্য করলেন অভিনেত্রী রবিনা টন্ডন। তিনি টুইটারে একটি পোস্ট করে লেখেন, 'আমরা পেরেছি।'

আইকিউ এয়ারের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে সেখানে বিশ্বের সব থেকে দূষিত শহর হিসেবে জায়গা করে নিয়েছে বোসনিয়ার সারাজেভো। জানুয়ারি ২৯ থেকে ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে এই সমীক্ষা চালানো হয় তাতেই এই তথ্য পাওয়া গিয়েছে। মুম্বই ১৬৩ স্কোর করেছে এয়ার কোয়ালিটি ইনডেক্সে যা কিনা ভীষণ খারাপ মানের বাতাসের মধ্যে পড়ে। এই স্কোর নিয়ে সারাজেভোর পর দ্বিতীয় স্থানে আছে মুম্বই।

মুম্বইয়ের পর তৃতীয় স্থানে আছে লাহোর। ষষ্ঠ স্থানে আছে দিল্লি। দিল্লি এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৫৫ স্কোর করেছে। অন্যদিকে কলকাতা ১৩৫ স্কোর করে ১৭ নম্বর স্থানে আছে এই তালিকার।

যখন এই সমীক্ষা শুরু করা হয়, অর্থাৎ ২০২৩ সালের ২৯ জানুয়ারি তখন মুম্বই ১০ নম্বরে ছিল। কিন্তু মাত্র কদিনে ৮ ফেব্রুয়ারিতে এটি দুই নম্বর স্থানে উঠে আসে! দিল্লিকে এভাবে গো হারান হারিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে আসার কারণে নিজের শহরকে বাহবা দেন রবিনা টন্ডন।

অভিনেত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে ইন্ডিয়া টুডের খবরটির একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, 'আমরা পেরেছি।' এতদিন দিল্লির বাতাসের মান ইত্যাদি নিয়ে চর্চা হতো, এখন সেখানে নেতিবাচক ভাবেই হোক মুম্বই সেই জায়গায় উঠে এল বলে ব্যঙ্গাত্মক ভাবে তিনি এই পোস্ট করেন। একই সঙ্গে তিনি এই পোস্টে লেখেন, ‘আমরা ছিনিয়ে নিতে পেরেছি!’

বন্ধ করুন