প্রকৃতির কী মহিমা! বিমানে বসে এক ভয়ংকর দৃশ্যের সম্মুখীন হয়ে তা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে এক যাত্রী ।পোস্ট করা সেইভিডিয়োতে দেখা গেছে, মুম্বাই বিমানবন্দরটি ধূলিঝড়ের কারণে ধূসর রঙে পরিণত হয়েছে। শহরে প্রবল বৃষ্টি এবং দমকা হাওয়া বইছে ক্রমাগত এবং সেই থেকেই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন : (রেড কার্পেটে অম্বানি কন্যা! কত সময় লেগেছিল সেই পোশাক বানাতে ? জেনে নিন)
গত ১৩ই মে মুম্বাই শহরে ঘটে যাওয়া এই বিধ্বংসী ধুলো ঝড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলে, তা নিমেষেই ভাইরাল হয়। বিমানবন্দরে তোলা টাইমল্যাপস ফুটেজে আকাশ কিভাবে ধূসর রঙের ঘন চাদরে আচ্ছন্ন হয়ে যায়, তা দেখানো হয়েছে। ক্লিপটিতে দেখা যায় রানওয়েতে স্থির দাঁড়িয়ে থাকা একাধিক বিমানকে। এছাড়া কয়েকজন গ্রাউন্ড স্টাফ ঘুরে বেড়াচ্ছে। মুহুর্তের মধ্যে, পুরো এলাকাটি ধুলোয় আচ্ছন্ন হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায় ভিডিয়োটিও।এরপর ধীরে ধীরে আকাশ তার স্বচ্ছতা ফিরে পেতে শুরু করে।
এই ঘটনার সময় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়। খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি স্টেশনের মধ্যে মেট্রো ও ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে।সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আচমকাই ধুলো ঝড় শুরু হয় মুম্বইয়ের একাধিক স্থানে। সঙ্গে বৃষ্টি। আর এই ধুলো ঝড়ে ঘাটকোপর এলাকায় উপড়ে পড়ে একটি বিশাল বিজ্ঞাপনের বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই। যাতে মৃত্যু হয় ১৪ জনের।
আরও পড়ুন : (আলিয়ার জয়জয়কার! এবার গুচির ক্রুজ শোয়ে হাজির ‘গাঙ্গুবাই’)
অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পর মঙ্গলবারও ঝড়বৃষ্টি জারি থাকবে মুম্বই ও পার্শ্ববর্তী এলাকায়।মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। তিনি সোমবার সন্ধেয় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি স্টেশনের মধ্যে মেট্রো ও ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে।